মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতিকে অব্যাহতি

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতিকে অব্যাহতি

সিলেটের দিনকাল ডেস্ক:
দলীয় শৃঙ্খলাবিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকীকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ৮টায় মৌলভীবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে অব্যাহতির বিষয়ে কিছু জানেন না মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় বাহারমর্দনে জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকীকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘আমি ১০ ডিসেম্বর সন্ধ্যার বৈঠকের বিষয়ে কিছুই জানি না। আমি সাধারণ সম্পাদক হিসেবে বিষয়টি অবগত নই। হয়তো সভাপতি এটা করতে পারেন।’

অব্যাহতি পাওয়া জেলা বিএনপি সহ-সভাপতি আব্দুল ওয়ালী সিদ্দিকী বলেন, ‘দলীয় গঠনতন্ত্র পরিপন্থী এ সিদ্ধান্ত। আমি কারও ব্যক্তি পুজা করি না। গঠনতন্ত্রের বাইরে গিয়ে কেউ ‘পাগলামি’ করলে এটা কেউ মেনে নেবে না। কী কারণে অব্যাহতি দেওয়া হলো সেটা আমি জানি না।’

সুবেদ-১৬/১২/১৯