মৌলভীবাজার সদর আ.লীগের কমিটি গঠন: সভাপতি আকবর,সম্পাদক সোয়েব

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

মৌলভীবাজার সদর আ.লীগের কমিটি গঠন: সভাপতি আকবর,সম্পাদক সোয়েব

দিনকাল ডেস্ক::
দীর্ঘ ১৪ বছর পর মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব এসেছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা আ.লীগের সভাপতি ও সাধারন সম্পাদক এ কমিটি ঘোষনা করেন। সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব।

সভাপতি আকবর আলী ছাত্রজীবণ থেকে ছাত্রলীগের সংগঠক ও মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলার ছিলেন। সুনামের সাথে দীর্ঘদিন দরে ব্যবসায় নিয়োজিত আছেন। পৌর কমিটির সিনিয়র সহসভাপতি দায়িত্ব পালন করছেন। বর্তমানে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগেরও সদস্য পদেও আছেন।

আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব ক্লিন ইমেজের সাথে ছাত্রজীবণ থেকে রাজনীতি করে আসছেন। বিভিন্ন সময়ে দেশ ও দলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছেন। সাবেক এই ছাত্রনেতা ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮৬ সালে নির্বাচিত হন মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি।