মৌলভীবাজার হাটবাজার সুপার শপসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

মৌলভীবাজার হাটবাজার সুপার শপসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

 

বিকাশ দাশ মৌলভীবাজার প্রতিনিধি ::

নকল, অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদকাল পরিবর্তিত পণ্য বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে ৮৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি ) সকালে শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে নকল, অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদকাল পরিবর্তিত পণ্য বিক্রির অপরাধে হাটবাজার সুপার শপ, শাহ মোস্তফা রসগোল্লা হাউজ, ঐতিহ্যের স্বাদ মিষ্টিঘরসহ চারটি প্রতিষ্ঠানকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ ও ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর বিভিন্ন ধারায় মোট ৮৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মোঃ আরিফুল ইসলাম ও মোঃ রফিকুল ইসলাম।