মৌসুমীর নতুন

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

মৌসুমীর নতুন

বিনোদন ডেস্কঃঃ  অভিনেত্রী মৌসুমী হামিদের চলতি বছর শেষ হচ্ছে নতুন একটি ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে। এরইমধ্যে ‘আরশিনগর’ শিরোনামের এ ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন তিনি। এটি নির্মাণ করছেন মুজিবুল হক খোকন। মৌসুমী বলেন, চলতি বছরে নাটকেই আমাকে বেশি ব্যস্ত থাকতে হয়েছে। বিশেষ করে ধারাবাহিক নাটকে এবার নিয়মিত ছিলাম। তারই ধারাবাহিকতায় ‘আরশিনগর’ নাটকে অভিনয় করছি। এটি এ বছরের সর্বশেষ ধারাবাহিক নাটক। নতুন বছরে নাটকটি প্রচারে আসবে।

এটি ছাড়াও এ অভিনেত্রীর হাতে আছে আরো চারটি ধারাবাহিক নাটক। এগুলো হলো- মুসাফির রনির ‘তোলপাড়’, এসএ হক অলিকের ‘জায়গীর মাস্টার’, নজরুল ইসলাম রাজুর ‘বিষয়টি পারিবারিক’ ও মীর সাব্বিরের ‘চোরাকাঁটা’। প্রতিটি ধারাবাহিকে মৌসুমী প্রধান চরিত্রে অভিনয় করছেন বলে জানান। এদিকে মুক্তির অপেক্ষায় আছে এ অভিনেত্রীর ‘গোর’ শিরোনামের একটি চলচ্চিত্র। এটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। এছাড়া তার হাতে আছে আরিফুর জামানের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামের একটি চলচ্চিত্র। চলতি বছরে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘ভালোবাসার রাজকন্যা’ শিরোনামের একটি চলচ্চিত্রে এ অভিনেত্রীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে।