সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০
স্পোর্টস ডেস্ক
সরাসরি ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে লাতিন আমেরিকার মাঠে ফিরেছে ফুটবল।
শুক্রবার ভোর ৬টা ১০ মিনিটে ঘরের মাঠে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করেছে মেসির আর্জেন্টিনা।
মেসির একমাত্র গোলে জয় পেয়েছেন স্কালোনি শিষ্যরা।
অপর ম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে। যেখানে গোল পেয়েছেন মেসির প্রিয় বন্ধু লুইস সুয়ারেজ।
চিলিকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ ২০২২-এর বাছাই পর্বে শুভ সূচনা করেছে উরুগুয়ে।
শুক্রবার এস্তাদিও সেন্তেনারিওতে ম্যাচের শুরু থেকেই সমান আধিপত্য দেখায় দুদলই।
ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে উরুগুয়ের আক্রমণ থেকে একটি ক্রস ঠেকাতে গিয়ে চিলির ডিফেন্ডার সেবাস্তিয়ান ভেগাসের হাতে লেগে বল গোললাইনের বাইরে চলে যায়। ভিডিও রেফারির সহায়তায় পেনাল্টি পায় উরুগুয়ে।
স্পট কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন লুইস সুয়ারেজ।
১-০ গোলে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে নেমেই চিলিকে সমতায় ফেরান অ্যালেক্সিস সানচেজ।
৫৪ মিনিটে চার্লস আরাঙ্গুইজের থ্রু পাস থেকে বল পেয়ে তা ডান পায়ে সজোরে মেরে উরুগুয়ের গোলরক্ষককে পরাস্ত করেন অ্যালেক্সিস সানচেজ।
এর পর দুদলেরই বেশ কয়েকটি আক্রমণ ব্যর্থ হয়। এই আক্রমণ-পাল্টাআক্রমণের খেলায় শেষ মুহূর্তে হাসি ফুটে উরুগুয়ের। ম্যাচ শেষে যোগ করা অতিরিক্ত সময়ে পেনাল্টি বক্সের বাইর থেকে ম্যাক্সি গোমেজের ডান পায়ের শট রুখতে পারেননি চিলির গোলরক্ষক।
সরাসরি বল জড়িয়ে যায় উরুগুয়ের জালে।
ফল ২-১ গোলের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি