সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
স্পোর্টস ডেস্ক ::
দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থেকেও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ঝড় তুললেন জিম্বাবুয়ের উইকেটকিপার ব্রেন্ডন টেলর। পাকিস্তানের মাঠে প্রথম ওয়ানডে খেলতে নেমেই সেঞ্চুরি পেলেন তিনি। হৃদয় জয় করলেন ক্রিকেটপ্রেমীদের। যদিও তার এই ১১২ রানের ইনিংসে দল জয়ের মুখ দেখেনি।
শাহীন আফ্রিদি ও ওয়াহাব রিয়াজের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের কাছে ২৬ রানে হেরে যায় অতিথিরা।
শুক্রবার ঘরের মাঠের ওয়ানডে সিরিজ জয়ে শুরু করেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। হাফসেঞ্চুরি পান হারিস সোহেল ও ইমাম-উল-হক। শেষ দিকে ইমাদ ওয়াসিম ২৬ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।
৯ ওভারে ৩৯ রান ২ উইকেট নেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। ২ উইকেট পেয়েছেন টেন্ডাই চিসোরোও।
২৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৮ রানে দুই ওপেনার ব্রায়ান চারি (২) ও চামু চিবাবাকে (১৩) হারায় জিম্বাবুয়ে। তবে ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন পরিস্থিতি সামলে নেন।
আরভিন ৪১ রানে আউট হন। অন্যপ্রান্ত থেকে দুর্দান্ত ব্যাট চালিয়ে যান জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টেলর। তাকে সঙ্গ দেন ওয়েসলি মাদেভেরে। ৬১ বলে ৭ বাউন্ডারিতে ৫৫ রান করেন মিডল অর্ডারে এই ব্যাটসম্যান। এরইমধ্যে ওয়ানডে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পূরণ করেন টেলর।
তবে ১১২ রানের মাথায় শাহীন শাহের বলে ওয়াহাব রিয়াজের হাতে টেলর ক্যাচ তুলে দিলে জয়ের আশা ফিকে হয়ে যায় জিম্বাবুয়ের।
৪৯.৪ ওভারে ২৫৫ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ফলাফল ২৬ রানে জয় পায় পাকিস্তান।
হেরে গেলেও ১১৬ বলে ১১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১১২ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন টেলর।
পাকিস্তানের এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা বোলার শাহীন আফ্রিদি ও ওয়াহাব রিয়াজের। ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেয়েছেন ৩০ বছর বয়সী পেসার শাহীন। এছাড়া ওয়াহাব ৪ উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫০ ওভারে ২৮১/৮ (হারিস সোহেল ৭১, ইমাম ৫৮, ইমাদ ৩৪*, ফাহিম আশরাফ ২৩, আবিদ ২১; চিসোরো ২/৩১, মুজারাবানি ২/৩৯)।
জিম্বাবুয়ে: ৪৯.৪ ওভারে ২৫৫ (টেলর ১১২, মাদেভেরে ৫৫, আরভিন ৪১, চিবাবা ১৩; শাহীন ৫/৪৯, ওয়াহাব ৪/৪১)।
ফল: পাকিস্তান ২৬ রানে জয়ী।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি