ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ভারতীয় ক্রিকেটার গ্রেফতার

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ভারতীয় ক্রিকেটার গ্রেফতার

মাত্র কয়েকদিন আগেই ম্যাচ ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। সে ঘটনার রেশ মিলতে না মিলতেই ফের আলোচনায় ক্রিকেটের কলঙ্কিত এই অধ্যায়। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে এবার গ্রেফতার হলেন ভারতীয় ক্রিকেটার নিশান্ত সিং শেখাওয়াত। কর্ণাটক প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং ও জুয়ার মামলায় তাকে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ।

কর্ণাটক প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ের দায়ে গ্রেফতার হওয়া দ্বিতীয় ক্রিকেটার নিশান্ত। এর আগে গত মাসে গ্রেফতার হয়েছেন এম বিশ্বনাথান। নিশান্তের বিরুদ্ধে অভিযোগ, ব্যাঙ্গালুরু ব্লাস্টের বোলিং কোচ বিনু প্রসাদের সঙ্গে বাজিকর মনোজ কুমারের পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। গত মাসে বিশ্বনাথানের সঙ্গে গ্রেফতার হন বিনু প্রসাদও

ধারণা করা হচ্ছে, ম্যাচ ফিক্সিং করার জন্য বিশ্বনাথানকে প্রভাবিত করেছিলেন নিশান্ত। হুবলি টাইগার্সের বিপক্ষে সে ম্যাচে ২০ বলে ১০ রানের কম করতে বলা হয়েছিলো বিশ্বনাথানকে। সে ম্যাচে ১৭ বলে ৯ রান করেন তিনি। এর জন্য তাকে ৫ লাখ রুপি দেয়া হয়েছিলো।

ফিক্সিং তদন্তে চলমান অভিযানে নিশান্ত ও বিশ্বনাথান ছাড়াও আরও কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্পোর্টস ডেস্ক 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল