২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১
স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছে পাত্তাই পেল না চেলসি।
অথচ ম্যাচে ছিলেন না স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস, ডিফেন্ডার কাইল ওয়াকারসহ করোনাভাইরাসে আক্রান্ত ৬ তারকা খেলোয়াড়।
দুর্বল দল নিয়ে খেলতে নেমে চেলসির জালে তিনবার বল জড়িয়েছে ম্যানসিটি। গোল তিনটি দিয়েছেন ইলকাই গিনদোয়ান, ফিল ফোডেন ও কেভিন ডে ব্রুইনে।
আর ক্যালাম হাডসন-ওডোইয়ের করা একমাত্র গোলে কিছুটা হলেও মান বাঁচল চেলসির।
রোববার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ৩-১ গোলের ব্যবধানে চেলসিকে হারাল ম্যানসিটি।
এ নিয়ে লিগে চেলসির মাঠে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল সিটি। আর আসরে প্রথমবারের মতো জিতল টানা তিন ম্যাচ।
এ নিয়ে ১৫ ম্যাচে ৮ জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে চারে উঠেছে টটেনহ্যাম হটস্পার। সমান সংখ্যক ম্যাচ খেলে এভারটনের পয়েন্ট ছয়ে।
আর এ হারের পর ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আটে চেলসি।
১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট করে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান দুইয়ে। গোলের ব্যবধানে এগিয়ে শীর্ষে অবস্থান করেছে লিভারপুল।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D