ম্যানসিটির কাছে পাত্তাই পেল না চেলসি

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

ম্যানসিটির কাছে পাত্তাই পেল না চেলসি

স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছে পাত্তাই পেল না চেলসি।

অথচ ম্যাচে ছিলেন না স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস, ডিফেন্ডার কাইল ওয়াকারসহ করোনাভাইরাসে আক্রান্ত ৬ তারকা খেলোয়াড়।

দুর্বল দল নিয়ে খেলতে নেমে চেলসির জালে তিনবার বল জড়িয়েছে ম্যানসিটি। গোল তিনটি দিয়েছেন ইলকাই গিনদোয়ান, ফিল ফোডেন ও কেভিন ডে ব্রুইনে।

আর ক্যালাম হাডসন-ওডোইয়ের করা একমাত্র গোলে কিছুটা হলেও মান বাঁচল চেলসির।

রোববার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ৩-১ গোলের ব্যবধানে চেলসিকে হারাল ম্যানসিটি।

এ নিয়ে লিগে চেলসির মাঠে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল সিটি। আর আসরে প্রথমবারের মতো জিতল টানা তিন ম্যাচ।

এ নিয়ে ১৫ ম্যাচে ৮ জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে চারে উঠেছে টটেনহ্যাম হটস্পার। সমান সংখ্যক ম্যাচ খেলে এভারটনের পয়েন্ট ছয়ে।

আর এ হারের পর ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আটে চেলসি।

১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট করে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান দুইয়ে। গোলের ব্যবধানে এগিয়ে শীর্ষে অবস্থান করেছে লিভারপুল।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল