ম্যারাডনাকে ঘিরে পেলের আবেগী পোস্ট

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

ম্যারাডনাকে ঘিরে পেলের আবেগী পোস্ট

খেলাধুলা : ফুটবল দুনিয়ার সর্বকালের সেরা দুই খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনা ও পেলে। ফুটবল প্রেমীদের অন্যতম তর্কের বিষয় এই দু’জনের মধ্যে কে সেরা। কিন্তু ম্যারাডনার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ বিশ্ববাসী। তার মৃত্যুর শোক এখনও ভুলতে পারছেন না চির প্রতিদ্বন্দ্বী পেলে। সেই শোক নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলেন এক আবেগী পোস্ট।ম্যারাডনার সঙ্গে বেশ কিছু ছবি পোষ্ট করে পেলে বলেন, তুমি নাকি আমি সেরা এই তর্ক করে ফুটবল প্রেমীরা সারাজীবন কাটিয়ে দিচ্ছে। তুমি এমন এক প্রতিভা যা বিশ্বকে মুগ্ধ করেছে। বল পায়ে একজন জাদুকর ছিলে তুমি। একজন সত্যিকারের কিংবদন্তী।তিনি বলেন, সর্বোপরি, আমার জন্য তুমি সবসময় একজন মহান বন্ধু হয়ে থাকবে। আজ আমি জানি, পৃথিবী আরও অনেক সুন্দর হতো, যদি আমরা একে অপরকে কম তুলনা করে, বেশি শ্রদ্ধা করতে পারতাম। তাই আমি আজ বলতে চাই, তুমি অতুলনীয়। আমি তোমাকে অনেক ভালোবাসি।

 

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল