২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১
অনলাইন ডেস্ক
মার্কিন ইতিহাসে প্রথম কোনো সেকেন্ড ডেন্টলম্যান হলেন ডগলাস এমহফ। কমলা হ্যারিস প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দেশটিতে এই প্রথম কোনো সেকেন্ড লেডি থাকছেন না।
চলতি সপ্তাহের শুরুতে নিজের ভূমিকা নিয়ে টুইটারে পোস্ট দিয়েছিলেন এমহফ। তিনি বলেন, সামনের দিন এগিয়ে আসছে। আমিও সেকেন্ড জেন্টলম্যানের ভূমিকা নিতে প্রস্তুত। আমার দায়িত্ববোধও আছে।
মার্কিন প্রেসিডেন্টের স্ত্রীকে বলা হয় ফার্স্টলেডি। আর ভাইস প্রেসিডেন্টের স্ত্রীকে বলা হয় সেকেন্ড লেডি।
আইনজীবী ডগলাস এমহফের সঙ্গে ২০১৪ সালে কমলা হ্যারিসের বিয়ে হয়। এটি কমলা হ্যারিসের প্রথম বিয়ে হলেও স্বামী ডগলাসের ছিল দ্বিতীয় বিয়ে।
এমহফের জন্ম নিউইয়র্কে। তবে তিনি নিউজার্সি ও লস অ্যাঞ্জেলেসে বেড়ে উঠেছেন। এমহফের আগের পক্ষের দুই সন্তান আছে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই কমলা হ্যারিস তার কোটি ইনস্টাগ্রাম অনুসারীর কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বামীকে।
আর এমহফও সবসময়ই হ্যারিসকে তার ক্যারিয়ার এগিয়ে নিতে সমর্থন, সহযোগিতা করে এসেছেন; বিশেষ করে তার নির্বাচনে লড়ার সময়।
এখন হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেকেন্ড জেন্টেলম্যান হিসেবে এমহফের দায়িত্ব কী হয় সেটিই দেখার বিষয়।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D