যুক্তরাষ্ট্র প্রবাসী ইমরুল কায়েস ইমরানের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, জুন ৪, ২০১৯

যুক্তরাষ্ট্র প্রবাসী ইমরুল কায়েস ইমরানের ঈদ শুভেচ্ছা

যুক্তরাষ্ট্র :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয়তাবাদী পরিবার ও দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহ ও সর্বস্তরের জনতাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা, যুক্তরাষ্ট্র প্রবাসী ইমরুল কায়েস ইমরান।
সোমবার (৩ জুন) এক শুভেচ্ছা বার্তায় ইমরুল কায়েস ইমরান বলেন, ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষে মুমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে। বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় ধর্মীয় আনন্দ উৎসব হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ উৎসব মানব মনের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে। ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা,বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সস্প্রীতির চেতনা দান করে ঈদুল ফিতরের উৎসব।
ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহ ও সর্বস্তরের জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল