যুবকরা এগিয়ে আসছেন, কৃষির জন্য আর্শিবাদ -ড. মোঃ নাজিম উদ্দীন

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৪

যুবকরা এগিয়ে আসছেন, কৃষির জন্য আর্শিবাদ -ড. মোঃ নাজিম উদ্দীন

বালাগঞ্জ প্রতিনিধি:

: সিলেট পতিত জমির পরিমান এখন ও অনেক বেশী। বিদেশমুখি প্রবনতা কমিয়ে কৃষিতে সিলেটের যুবরা এগিয়ে আসছেন, এটি কৃষি তথা সিলেটের জন্য আর্শিবাদ। সিলেটের যুবকরা বিদেশে গিয়ে যে পরিমান কষ্ট করে অর্থ উপার্জন করছে, দেশে কৃষিতে সঠিক ভাবে সময় দিলে বিদেশের চেয়ে অনেক বেশী অর্থ উপার্জন সম্ভব। পাশাপাশি কৃষি ভিত্তিক ফার্ম গড়ে উঠলে বেকারত্ব ও দুর হবে। স্থানীয় ভাবে পুষ্টিকর সাক, সবজি বাজারজাত করতে পুষ্টির চাহিদা পুরন হবে। উপরোক্ত কথাগুলো বলেছেন কৃষি গবেষনা ইনষ্টিটিউট চট্রগ্রামের প্রধান কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নাজিম উদ্দিন। তিনি ১৭ অক্টোবর ২০২৪ইং বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের তিলকচানপুর গ্রাম অবস্থিত সিলেট ইযুথ বিসনেস ইন্টান্যাশনাল নেট লিমিডেট (সাইবিন এগ্রো লিমিডেট) পরিদর্শন শেষে উপস্থিত কৃষক ও যুবকদের উদ্যোশে বক্তব্য রাখেন। সাইবিন এগ্রো লিমিডেট সমন্নয়কারী নাসিম আহমদ সোহাগ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ নুরুজ্জামন, উপ সহকারী কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, পার্থ সারর্থী মালাকার, বীজ সার ডিলার হারুন আহমদ, কৃষিতে সংলিষ্ট আব্দুল আহাদ শাহিন, দেলোয়ার হোসেইন, সাংবাদিক ছিদিকুর রহমান, সমাজ সেবক গৌছ মিয়া, নিরাপদ সভাপতি, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, ডাঃ ইসমাইল হাসান, সহ এগ্রো ফার্মের সংলিষ্টরা উপস্থিত ছিলেন। কর্মকর্তাগন এগ্রো ফার্মের বাগান পরিদর্শন সহ সংলিষ্টদের কে নানা পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য যে ১৯৯৯ সালে জাতীয় যুব পদক প্রাপ্ত, বর্তমানে আমেরিকা প্রবাসী আব্দুল্লাহ আস সাকির আহমদ সিকদার ২০২১ সালে নিজ বসত বাড়ীতে সাড়ে ৫ কিয়ার (১৬৫ শতক) ভুমি নিয়ে প্রতিষ্ঠা করেন “সাঈবিন এগ্রো লিঃ”। এক প্রশ্নের জবাবে তিনি জানান আমি জাতীয় যুব পদক প্রাপ্ত একজন যুবক, আমি যদি কেবল বিদেশে পরে থাকি বা বিদেশে সব কিছু করি, তা ঠিক হবে না, দেশে জন্য, যুব সমাজের জন্য এটি করা, এটি একটি উদাহরন, যাতে যুব সমাজ প্রকল্পটি দেখে নিজেরা কিছু একটা করতে পারে। সিলেট ইযুথ বিসনেস ইন্টান্যাশনাল নেট লিমিডেট (সাইবিন এগ্রো লিমিডেট) “সাঈবিন এগ্রো লিঃ” পরিদর্শন করেন ২ ফেব্রæয়ারী ২০২২ইং সিলেট যুব উন্নয়ন উপ পরিচালক মিজানুর রহমান, ৬ ফেব্রæয়ারী, ২০২২ইং সিলেট জেলা প্রানী সম্পদ কর্মকর্তা রুস্তুম আলী, ১০ অক্টোবর ২০২৪ইং বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আশিকুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ নুরুজ্জামন, ১৭ অক্টোবর ২০২৪ইং কৃষি গবেষনা ইনষ্টিটিউট চট্রগ্রামের প্রধান কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নাজিম উদ্দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল