যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা

প্রকাশিত: ৩:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা ওমর ফারুককে (৩০) বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০টার পরে রোহিঙ্গা ডাকাতসর্দার সেলিমের নেতৃত্বে অস্ত্রধারীরা হ্নীলায় তাকে গুলি করে হত্যা করে।

ওমর ফারুক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার মোনাফ কোম্পানির ছেলে। তিনি জাদিমোরা এমআর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা ডাকাতসর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ওমর ফারুককে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে পাহাড়ে পাশে গুলি করে হত্যা করে। খবর পেয়ে নিহতের ভাই আমির হামজা ও উসমানসহ স্বজনরা মরদেহ আনতে গেলে ডাকাতদল মরদেহ আনতে বাধা দেয়।

তারা আরও জানান, ডাকাতসর্দার সেলিম  ৫-৬ জন রোহিঙ্গা ডাকাত একসঙ্গে বসে পাহাড়ের নিচে মদপান করে। সেখানে যুবলীগ নেতা ওমর ফারুককে জোর করে নিয়ে যায়। রোহিঙ্গারা অতিরিক্ত মদ খেয়ে একপর্যায়ে ফারুকের সঙ্গে তর্কাতর্কিকে জড়িয়ে পড়ে। এরপর কোনো কিছুই বুঝার আগেই তাকে নির্মমভাবে হত্যা করে।

টেকনাফ থানার ওসি জানায়, এমন একটি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সিলেটের দিনকাল ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল