১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৭
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে দিরাই যুবলীগের উদ্যোগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিরাই উপজেলার থানা পয়েন্টে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেন্টিতলায় এক প্রতিবাদ সভা মিলিত হন বিক্ষোভকারীরা।
উপজেলা যুবলীগ নেতা মারফত মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রুহুল আমীন শুভের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা ও দিরাই উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মকসদ আলম, যুবলীগ নেতা মো. একরার হোসেন, জহিরুল ইসলাম জুয়েল, হারুনুর রশিদ হারুন, রেজাউল করিম, এহসান মিয়া, বজলু মিয়া, শামীম আহমেদ, খালেদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ মিয়া, শাহিন আহমদ, রাসেল আহমদ, মিশন মিয়া, মুরাদ মিয়া, তুহিন মিয়া, ফরহাদ মিয়া, ছাত্রলীগ নেতা ওমর ফারুক তপু, রায়হান প্রমুখ।
বক্তারা প্রতিবাদ সভা থেকে অবিলম্বে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের মুক্তির দাবী জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জের জিমিয়ে পড়া যুবলীগকে নিজের মেধা পরিশ্রক কাজে লাগিয়ে উজ্জবিত করেছেন এই তরুণ যুবলীগ নেতা। যার নেতৃত্বে আজ সমগ্র সুনামগঞ্জ যুবলীগ ঐক্যবন্ধ। নেতৃবৃন্দ অবিলম্বে সকল ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে সুনামগঞ্জ যুবলীগের জনপ্রিয় নেতা খায়রুল হুদা চপলকে মুক্তি প্রদানের জোর দাবী জানান অন্যতায় দিরাই যুবলীগ পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D