যে ফটোগ্রাফারের প্রেমে মজেছেন শ্রদ্ধা কাপুর

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

যে ফটোগ্রাফারের প্রেমে মজেছেন শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্কঃঃ  গেল দুটি বছর ছিল বলিউড সেলিব্রেটিদের মধ্যে বিয়ের হিড়িক। সোনম, আনুশকা, প্রিয়াংকা, দীপিকার মতো প্রথম সারির অভিনেত্রীরা সাতপাকে বাঁধা পড়েছেন।

ইতিমধ্যে বলিমহলের যে গুঞ্জন তুঙ্গে, দীর্ঘদিনের বন্ধু ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রদ্ধা। তারা নাকি শিগগিরই বিয়ের পরিকল্পনাও করে ফেলেছেন।

রোহানই যে শ্রদ্ধার প্রেমিক সে বিষয়ে বিটাউনের অমত নেই কারও। তবে সে প্রেম কি অচিরেই বিয়ের আসরে গিয়ে ঠেকবে কিনা সে বিষয়টি পরিষ্কার নয় কারও কাছে।

বলিবাবলের খবর, বাগী থ্রির শুটিং করতে সার্বিয়াতে রয়েছেন এ নায়িকা। টানা ৪৫ দিন ধরে চলবে শুটিং। সেখানেই শ্রদ্ধা কাপুরের পেছন পেছন সার্বিয়াতে হাজির হয়েছেন রোহান শ্রেষ্ঠ। শুটিংয়ের ফাঁকে শ্রদ্ধা কাপুরকে নিয়ে সার্বিয়ার অলিগলি ঘুরে বেড়াচ্ছেন রোহান।

এসব খবর এখন বলিউডপাড়ার মুখরোচক গল্প। শ্রদ্ধা-রোহান ক্যামিস্ট্রিতে বুঁদ সিনেপাড়া। শ্রদ্ধার বন্ধুমহল থেকে বলা হয়েছে, প্রেমের কথা দুজন তাদের বাড়িতেও জানিয়েছেন। এ নিয়ে শ্রদ্ধার বাড়িতে আপত্তি থাকলেও রোহানের অভিভাবকদের কোনো আপত্তি নেই।

এদিকে একের পর এক ছবির কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত এই বলি সুন্দরী। চলতি বছরে সাহো এবং ছিঁছোরে ছবি উপহার দিয়েছেন তিনি। সাহো ছবিটি ইতিমধ্যে ব্লকবাস্টার হিট। ছবিটিতে শ্রদ্ধার অভিনয় সিনেমহলে ব্যাপক প্রশংসিত। থেমে নেই শক্তি কাপুর তনয়া।

একের পর এক ছবির কাজ নিয়ে বিশ্ব ঘুরে বেড়াচ্ছেন। স্ট্রিট ড্যান্সার থ্রি ও বাগী থ্রি ছবির শুটিং নিয়ে দম ফেলার সময় নেই শ্রদ্ধার।২৪

২৪/১১/২০১৯

 

ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম

প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।

পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬

E-mail: jugantor.mail@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯

converter