Social Bar
৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১২তম আসরে লজ্জার রেকর্ড গড়েছেন প্যাট কামিন্স। বিশ্বের টেস্ট র্যাংকিংয়ে এক নম্বর পজিশনে থাকা অস্ট্রেলিয়ান এ তারকা পেসারকে সাড়ে ১৫ কোটি রুপিতে নিলামে দলভুক্ত করেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
কিন্তু বুধবার কেকেআরের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩ ওভারে ১৬.৩৩ গড়ে ৪৯ রান খরচ করেন অসি এ তারকা পেসার। আইপিএলের ইতিহাসের এটাই সবচেয়ে বাজে বোলিং ফিগার।
ওই ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ১৯৫ রানের টার্গেট তাড়া করে ৪৯ রানে হারে কেকেআর।
ইনিংসের পঞ্চম ওভারেই কামিন্সের ওপর চড়াও হন রোহিত শর্মা। ওই ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে ১৫ রান আদায় করে নেন হিটম্যান খ্যাত রোহিত।
এরপর ১৫তম ওভারে এক ছক্কা ও এক চারে কামিন্স খরচ করেন ১৫ রান। আর ১৭তম ওভারে হার্দিক পান্ডিয়া অজি পেসারের বলে দুই চার ও এক ছক্কা হাঁকিয়ে আদায় করে নেন ১৭ রান।
কামিন্সের মতো বিশ্বসেরা ক্রিকেটারের এমন বাজে বোলিংয়ে কারণেই টার্গেট নাগালের মধ্যে রাখতে পারেনি কেকেআর। ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রানের পাহাড় গড়ে মুম্বাই। জবাবে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৬ উইকেটে ১৪৬ রানে গুটিয়ে যায় কেকেআর।
দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে আট নম্বরে নেমে রীতিমতো তাণ্ডব চালান কামিন্স। ১৮ বলে ৪৯ রান খরচ করা কামিন্স, ব্যাট হাতে মাত্র ১২ বলে চারটি দৃষ্টি নন্দন ছক্কা আর এক চারের সাহায্যে খেলেন ৩৩ রানের টর্নেডো ইনিংস। ব্যাটসম্যানরা প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় কামিন্সের এই বিধ্বংসী ইনিংস পরাজয়ের ব্যবধান কামানো ছাড়া তেমন কোনো কাজে আসেনি।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D