১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০
সিলেটের দিনকাল ডেস্ক:
সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ২৮ ডিসেম্বর ২০১৯ শনিবার বিকাল ৩টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে (হক মঞ্জিল, শাপলা-১০, উত্তর জল্লারপার, ০২ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট) ‘রক্তের প্রয়োজনে রক্ত দেব, জীবন বাঁচাতে এগিয়ে আসব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেগেটিভ সমাবেশে বক্তারা বলেন, আবহমানকাল ধরে মানবদেহের জন্য রক্তদান এবং রক্ত গ্রহণের ব্যবহার চলছে। ‘আশরাফুল মাখলুকাত’ বা সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের মহামূল্যবান জীবন ও দেহ সুরক্ষায় রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য তরল উপাদান।
যেকোনো দুর্ঘটনায় শরীর থেকে রক্ত ঝরে গেলে দেহের অভ্যন্তরে অন্ত্র বা অন্য কোনো অঙ্গ থেকে রক্তক্ষরণ হলে অস্ত্রোপচারের জন্য রক্তের খুব প্রয়োজন। প্রসবজনিত অপারেশনের সময় বা বড় ধরনের দুর্ঘটনার মতো নাজুক অবস্থায় রক্ত দেওয়া অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। ইসলামের দৃষ্টিতে স্বেচ্ছায় রক্তদানে অন্য মানুষের মূল্যবান জানপ্রাণ রক্ষা পায় এবং নিজের জীবনও ঝুঁকিমুক্ত থাকে। অথচ দেশের হাজার হাজার মানুষ প্রতিবছর রক্তের অভাবে মৃত্যুবরণ করছে।
রক্তদাতার এক ব্যাগ মূল্যবান রক্তদানের মাধ্যমেই মৃত্যুপথযাত্রী অন্য মানুষের জীবন বাঁচানো যেতে পারে। কেউ যদি স্বেচ্ছায় রক্ত দান করেন, তাহলে এতে একজন বিপদগ্রস্ত মানুষের বা মুমূর্ষু রোগীর জীবন যেমন বাঁচবে, তেমনি রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে গড়ে উঠবে রক্তের বন্ধন। বক্তারা আরো বলেন, সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার এই আয়োজন একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে থেকে দুর্দশাগ্রস্থ ব্যক্তিকে রক্তদানে ঐক্যবদ্ধ করার প্রয়াস মাত্র।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র বিভাগীয় কমিটির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সম্পাদক ও জাতীয় যুব দিবস ২০১৯ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত মোঃ মহিবুর রহমান মুহিবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র প্রতিষ্ঠাতা সদস্য ও বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন রশিদ চৌধুরী।
রক্তের প্রয়োজনীয়তা ও রক্তদানে উৎসাহিত করতে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা কমিটির আহ্বায়ক মোঃ আজিজুর রহমান আজিজ। নেগেটিভ সমাবেশে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সাংগঠনিক সচিব এবং জাতীয় যুব দিবস ২০১৯ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত সৈয়দ রাসেল, অর্থ সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সচিব এবাদ উল্লাহ, সমাজসেবা সম্পাদক ও জাতীয় যুব দিবস ২০১৯ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত গোলাম কিবরিয়া হিমু, যোগাযোগ সম্পাদক মোঃ মকবুল চৌধুরী, সিনিয়র সহ-ধর্ম সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রতিবন্ধী সম্পাদক মোঃ শরীফ আহমদ, সহ-প্রতিবন্ধী সম্পাদক এস.এ.এন রাহি, প্রতিবন্ধী মোঃ ইব্রাহীম খলীল উল্লাহ্, অন্যান্যদের মধ্য থেকে যুবনেতা মোঃ রাজন আহমদ মাসুদ, এনামুল হক, প্রতিবন্ধী গণি মিয়া ও প্রতিবন্ধী আক্কাস মিয়া।
নেগেটিভ সমাবেশ শেষে ২০১৯ খ্রীষ্টাব্দের সাংগঠনিক শেষ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে আগামী ৪ জানুয়ারি ২০২০ শনিবার বিকাল ৩টায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ২০২০ খ্রীষ্টাব্দের সাংগঠনিক প্রথম সভা এবং ‘রক্তের প্রয়োজনে রক্ত দেব, জীবন বাঁচাতে এগিয়ে আসব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পজেটিভ ও নেগেটিভ সমাবেশ পরবর্তী পর্যালোচনা সভার তারিখ নির্ধারণ করা হয়।
সাংগঠনিক শেষ সভায় সিলেট কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের অধিকার সুনিশ্চিতের লক্ষ্যে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি সিকস’র সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরকে মুঠোফোনে চিহ্নিত হুমকীদাতাকে গ্রেপ্তারের দাবীতে এসএমপি কমিশনার বরাবরে পূণরায় স্মারকলিপি প্রদানের তারিখ ২৩ জানুয়ারী বৃহস্পতিবার গ্রহণ করা হয়।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D