২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখার রতুলীবাজার বণিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আনোয়ারুল হক সাজু সভাপতি ও শাহীদুর রহমান সাইদুল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে ডা. সজল রুদ্র পাল, সহসাধারণ সম্পাদক পদে আছাদ উদ্দিন, কোষাধ্যক্ষ পদে আকিবুল ইসলাম, প্রচার ও প্রকাশনা পদে কবির আহমদ, দপ্তর সম্পাদক পদে আশিক আহমদ, সদস্য পদে নেকবর আলী, জমির আলী, জালাল উদ্দিন বাদাই ও সিদ্দিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে আনোয়ারুল ইসলাম সাজু সর্বোচ্চ ৮৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম অপর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আব্দুর রাজ্জাক ৮২ ভোট, রিয়াজ উদ্দিন আহমদ বাবুল ১২ ভোট, মাতাব উদ্দিন ছাতা ১০ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে ডা. সজল রুদ্র পাল সর্বোচ্চ ১০৩ ভোট ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান ৮৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে শাহীদুর রহমান সাইদুল সর্বোচ্চ ১১৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছায়দুল হক ৭৬ ভোট পেয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে আছাদ উদ্দিন সর্বোচ্চ ৪৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম অপর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নিজাম উদ্দিন ৪১ ভোট, রিয়াজ উদ্দিন ৪১ ভোট, আব্দুল আলী ৪০ ও সাইদুল হোসেন ১৬ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে আকিবুল ইসলাম ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান পেয়েছেন ৭২ ভোট। প্রচার ও প্রকাশনা পদে কবির আহমদ ১১০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মনাফ পেয়েছেন ৭৭ ভোট। দপ্তর সম্পাদক পদে ১০১ ভোট পেয়ে আশিক আহমদ জয়লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম পেয়েছেন ৮৭ ভোট। সদস্যদের মধ্যে জয়লাভ করেছেন নেকবর আলী ১১৩ ভোট, জমির উদ্দিন ১১২ ভোট, জালাল উদ্দিন ১১০ ভোট, সিদ্দিকুর রহমান ১০৭ ভোট। তার নিকটতম অপর দুই প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ফয়েজ উদ্দিন বটলাই ৮০ ভোট ও জসিম উদ্দিন পেয়েছেন ২০ ভোট।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাজার এলাকার পাশ্ববর্তী গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ হয়। এতে ১৯৬ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ১৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যা লগ্নে বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও স্থানীয় ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমন ফলাফল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার মাহমুদুর রহমান মাখন, সহকারী নির্বাচন কমিশনার এমরান আহমদ, মদরিছ আলী সহ রতুলী বাজার বণিক সমিতির আহ্বায়ক শ্রী কৃপাময় পাল, সদস্য সচিব তোফায়েল আহমেদ লায়েক, সহকারী সদস্য সচিব এম এ মোক্তার, কোষাধ্যক্ষ নূর উদ্দিন প্রমূখ।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D