রমজানের উপহার নিয়ে সিএনজি চালকদের পাশে সমাজসেবক শাহীন

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, মে ৬, ২০২০

রমজানের উপহার নিয়ে সিএনজি চালকদের পাশে সমাজসেবক শাহীন
করোনা ভাইরাসের কারনে সারা দেশে লকডাউন। সিলেটেও গত ১১ এপ্রিল থেকে লকডাউন। গৃহবন্ধি থাকায় অসহায়, দিনমজুর মানুষেরা কাজ না পেয়ে অনাহারে দিনাতিপাত করছেন। তাদেরকে খুঁজে খুঁজে বের করে উপহার সামগ্রী তাদের ঘরে ঘরে পৌছে দিচ্ছেন মানবতার ফেরিওয়ালা, অসহায় মানুষের দুর্দিনের বন্ধু বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. শাহীন আহমদ।
এখন তিনি দাঁড়িয়েছেন সিএনজি-অটোরিক্সা চালকদের পাশে। সোমবার (৪ মে) প্রায় ১৫০ জন অটোরিক্সা চালককে রমজানের উপহার সামগ্রী প্রদান করেন।
বিকেলে সিলেট জেলা অটোরিস্কা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর অন্তর্ভুক্ত জিন্দাবাজার মিক্তিযোদ্ধা শাখার ১৫০ জন শ্রমিকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক আবুল হোসেন, সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার সিলেট প্রতিনিধি জুবেদ মিয়া, সাংবাদিক জাকির হোসেন ও এশিয়ান এইজ পত্রিকার সিলেটের ফটো সাংবাদিক কামাল হোসেন মিঠু প্রমুখ

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল