২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
খেলাধুলা : শেষ খবর পাওয়া পর্যন্ত রমিজ রাজার মুখ থেকে কিছু শোনা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে তাঁর কোনো বক্তব্য নেই।হঠাৎ রমিজ রাজাকে নিয়ে আগ্রহ সৃষ্টির কারণ মোহাম্মদ হাফিজের সাম্প্রতিক মন্তব্য। হাফিজ-রমিজ সম্পর্কে তিক্ততা তো জানাই। সম্প্রতি হাফিজের একটি কথা রমিজ শুনে থাকলে নিশ্চিতভাবেই তাঁর তেলে-বেগুনে জ্বলে ওঠার কথা। পাকিস্তান অলরাউন্ডারের ১২ বছর বয়সী ছেলে নাকি রমিজ রাজার চেয়ে বেশি ক্রিকেটজ্ঞান রাখে!পাকিস্তানের হয়ে ৫৭ টেস্ট ও ১৯৮ ওয়ানডে খেলেছেন রমিজ। ছিলেন সাবেক অধিনায়কও। ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য। খেলা ছাড়ার পর নাম কামিয়েছেন ধারাভাষ্য ও বিশ্লেষণে। গত এপ্রিলে ৪০ বছর বয়সী হাফিজকে রমিজ পরামর্শ দিয়েছিলেন, পাকিস্তান দলের উপকারের স্বার্থে তাঁর অবসর নেওয়া উচিত, ‘আমার মুখ দিয়ে সত্য কথাটা বেরিয়ে যায়। সেই সত্যটা হলো, তাদের অবসরের সিদ্ধান্তে উপকৃত হবে পাকিস্তান দল।’সম্প্রতি পিএসএলে রানের দেখা পাওয়া হাফিজ সাক্ষাৎকার দিয়েছেন ‘ক্রিকেট পাকিস্তান’কে। সেখানে রমিজকে তাক করে এমন বিতর্কিত কথা বলেন হাফিজ। সাবেক ক্রিকেটার হিসেবে রমিজের প্রতি তাঁর শ্রদ্ধা আছে। তবে তাঁর ‘ক্রিকেটজ্ঞান’ ও খেলা নিয়ে জানাশোনা কিংবা সচেতনতায় তেমন ভরসা নেই হাফিজের, ‘খেলোয়াড় হিসেবে পাকিস্তান দলে রমিজ রাজার অবদান স্বীকার করি। তার মতামতকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তার ক্রিকেটজ্ঞান ও জানাশোনা নিয়ে আমার দ্বিধা আছে। এমনকি আমার ১২ বছর বয়সী ছেলের ক্রিকেট নিয়ে জানাশোনা রমিজ ভাইয়ের চেয়ে ভালো।’৫৮ বছর বয়সী রমিজ অবসর নেওয়ার পর তাঁকে পাল্টা জবাব দিয়েছিলেন হাফিজ। অবসর নেওয়াটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি, ‘যদি ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট না থাকি কিংবা এটা বুঝতে পারি আমার চেয়েও ভালো কেউ প্রস্তুত, তাহলে আনন্দের সঙ্গে ছেড়ে দেব। নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আমি সন্তুষ্ট।’রমিজকে দুকথা শুনিয়েও দিয়েছিলেন হাফিজ। সাবেক এই ক্রিকেটার নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকতেই এমন সব বিতর্কিত কথা বলে থাকেন, ‘রমিজ ভাই এমন সব কথা বলে নিজের ইউটিউব চ্যানেলের বাজার ধরে রাখতে চাইলে আমি তো তাকে ঠেকাতে পারব না। তবে যত দিন পর্যন্ত ফিট আছি এবং পারফর্ম করতে পারব তত দিনই পাকিস্তানের হয়ে খেলে যাব।’
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D