রহমতের ৩য় দিন আজ

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

রহমতের ৩য় দিন আজ

নিজস্ব প্রতিবেদক

নবী রাসূলের মূল শিক্ষা ছিল:(১)তাওহীদ: আল্লাহ এক। তাঁর কোন শরিক নাই। (২)রিসালাত:আল্লাহর বানী মানুষের কাছে পৌছানো। (৩)দীন : আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা সম্পার্কে মানুকে জানানো। (৪)আখলাক: চারিত্রিক গুন ও ভালো ব্যবহারের নিয়ম কানুন শিক্ষাদান। (৫)শরীয়ত: হালাল-হারাম ও জায়েজ -নায়েজের শিক্ষা প্রদান। (৬)আখিরাত: মৃত্যুর পরবর্তী জীবন সম্পার্কে জানানো। পৃথিবীর এলাকার মানুষকে এই কথাগুলো শেখানোর জন্য নবী- রাসূলগন এসেছেন। তাঁরা ছিলেন পথপ্রদর্শক।আল্লাহপাক বলেন,“লিকুল্লি কাওমিন হাদিন” অর্থাৎ প্রত্যেক জাতির জন্য পথপ্রদর্শক এসেছেন। (সূরা-আররাআদ,আয়াত-৭)। হযরত আদম(আ) থেকে আমাদের মহানবী (স)পর্যন্ত বহু নবী-রাসূল পৃথিবীতে এসেছেন। তাঁরা সকলেই আল্লাহর তাওহীদের কথা বলেছেন।তাঁর বিধানসমূহ মেনে চলতে আহব্বান জানিয়েছেন। কথা কাজে এবং আচা-ব্যবহােের তাঁরাছিলেন আর্দশ এবং চরিত্রবান।যারা আদর্শ পেয়েছেন তারা নাজাত পেয়েছেন। আল্লাহর রহমত লাভ করেছেন। মহানবী হযরত মুহাম্মদ(স)হলেন সর্ব শেষ ্বং সর্ব শ্রেষ্ঠ নবী।তাঁর পরে আর কোন নবী আসেননি এবং আসবেনওনা। এজন্য তাঁকে বলা হয় খাতামুন্নাবিয়্যান।

ফেসবুকে সিলেটের দিনকাল