রাজনগরের ‘পোল্ট্রি গ্রুপ’র ৮ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

রাজনগরের ‘পোল্ট্রি গ্রুপ’র ৮ লাখ টাকা ছিনতাই

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজিনগর চা বাগানের মধ্যে স্থাপিত ‘প্যারাগন পোল্ট্রি গ্রæপ’র ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
পোল্ট্রি গ্রæপের একাউন্টেন্ট সুমন চন্দ্র াসের মোটরসাইকেলের গতি রোধ করে টাকা ছিনিয়ে নেয় ুর্বৃত্তরা। রাজনগর থানার পুলিশ ও সদর সার্কেলের এএসপি জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও হাজিনগর চা বাগানের সূত্রে জানা যায়, বুধবার ুপুরের পর হাজিনগর চা বাগানে স্থাপিত প্যারাগন পোল্ট্রি গ্রুপের একাউন্টেন্ট সুমন চন্দ্র াস গ্রুপের শ্রমিকদের বেতনের টাকা বিলি করছিলেন। ু-একটি ফার্মে বেতন বিলি শেষে অন্যগুলোতে বিলি করার জন্য তার অপর সঙ্গীকে নিয়ে যাচ্ছিলেন। এমতাবস্থায় বাগানের ৮ নম্বর ওঠনিতে গেলে ুইজন ুর্বৃত্ত তপন চন্দ্র াসকে আঘাত করে ফেলে দেয়। পরে দুর্বৃত্তরা ব্যাগে রাখা টাকা নিয়ে বাগানের জঙ্গলের দিকে চলে যায়।
বিষয়টি মৌখিকভাবে রাজনগর থানা পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে।
বৃহস্পতিবার বিকালে সেখানে যান মৌলভীবাজার সদর সার্কেলের এএসপি জিয়াউর রহমান রাজনগর থানার এসআই বিনয় চক্রবর্তী একদল পুলিশ ফোর্স।
উপ-পরিদর্শক বিনয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি বাগান কর্তৃপক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আমরা তদন্ত করছি।
হাজিনগর চা বাগানের ব্যবস্থাপক আব্দুস শহীদ বলেন, বিষয়টি পুলিশকে মৌখিক ভাবে জানানো হয়েছে। পুলিশ খোঁজখবর নিচ্ছে। পরে আমরা লিখিত দিব।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসিম ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাগান কর্তৃপক্ষ লিখিত কোন অভিযোগ দেয়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লিখিত অভিযোগ দেয়া হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।