২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০
রাজনগর প্রতিনিধি :: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের রাজনগরে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।
এসময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৭৭ টি মন্ডপে মোট ৩৮.৫ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়।
এছাড়া বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৬৫টি পরিবারকে ডেউটিন ও গৃহ নির্মান মঞ্জুরী বাবত ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার ওসি (তদন্ত) আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইকবাল, উপজেলা যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, শাহ শাহিদুজ্জামান ছালিক, সামছুন নুর আজাদ, নজমুল হক সেলিম, ছালেক মিয়া, নকুল চন্দ্র দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ওমর ফারুক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কেতকী রঞ্জন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অসিত দেব প্রমূখ।
সভায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক, সীমিত আকারে পূজা উদযাপন ও অন্যান্য আচার-অনুষ্ঠান পালনের বিষয়ে সবাইকে আহবান করা হয়।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D