রাজনগরে মাদরাসা শিক্ষককে পান খাইয়ে ৩ লাখ টাকা নিয়ে উধাও ফেরিওয়ালা!

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

রাজনগরে মাদরাসা শিক্ষককে পান খাইয়ে ৩ লাখ টাকা নিয়ে উধাও ফেরিওয়ালা!

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে এক মাদরাসা শিক্ষককে পান খাইয়ে অচেতন করে ৩ লক্ষ ১০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এক পরিচিত ফেরিওয়ালাসহ আরো ২ জন মিলে নির্জন স্থানে নিয়ে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি ঘটে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও এলাকায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের মাওলানা ফখরুল ইসলাম কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার দারুল হাদিস টাইটেল মাদরাসায় শিক্ষকতা করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ৩ লক্ষ ১০ হাজার টাকার নিয়ে মৌলভীবাজার থেকে রাজনগর উপজেলার মুন্সিবাজার বাজারে গাড়ি থেকে নামেন। সেখানে আসাদ নামের তার পূর্ব পরিচিত এক কাপড়ের ফেরিওয়ালার সাথে দেখা হয়।

এসময় ফেরিওয়ালার সাথে আরো দুজন অপরিচিত লোক ছিলেন। কথাবলার একপর্যায়ে ওই ফেরিওয়ালা মাওলানা ফখরুল ইসলামকে পান খেতে দেয়। তিনি পান খাওয়ার পর কথা বলতে বলতে বাজারের পাশ্ববর্তী খলাগাঁও গ্রামের লোকনাথ মন্দিরের পাশে নিয়ে যায় ওই ফেরিওয়ালা ও তার সাথে থাকা ব্যক্তিরা। সেখানে ওই শিক্ষক অচেতন হয়ে পড়লে প্রতারকরা তার সাথে থাকা ৩ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। চেতনা ফিরলে তিনি বুঝতে পারেন তার সকল টাকা নিয়ে ওই সঙ্ঘবদ্ধ চক্র পালিয়েছে। পরে ভূক্তভোগী শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, এরকম একটি অভিযোগ পেয়েছি। আসলে কি ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলতে পারবো।