১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুন ৮, ২০১৯
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের মধ্যে অবস্থিত কুশিয়ারা নদীর উপর নির্মিতব্য সিলেট বিভাগের সর্ববৃহৎ সেতুর কাজ পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি।
কাজের অগ্রগতি সন্তোষজনক বলে শুক্রবার বিকেলে পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান সুনামগঞ্জ-৩ আসনের এ সাংসদ।
তিনি বলেন, সেতুরা কাজের অগ্রগতি অত্যন্ত সন্তোষজনক। যথাসময়ে কাজ শেষ হবে বলে মনে করি।
তিনি আরো বলেন, সুনামগঞ্জবাসীর জন্য এ সেতুটি খুব গুরুত্বপূর্ণ। কম সময়ে আমরা এ সেতু পারাপার করে রাজধানীতে যাতায়াত করতে চাই।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য হাজী মাহতাব উল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুন্দর আলী, সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ রুয়েল, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, দপ্তর সম্পাদক মো. মুন্না মিয়া, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন মিয়া প্রমুখ।
এরআগে ২০১৭ সালে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান যৌথভাবে ১৪০ কোটি টাকা ব্যয়ে এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যা ২০২০ সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। ইতিমধ্যে সেতুর ১৬টি পিলারের মধ্যে ১৪টি পিলারের কাজ শেষ। ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এন্ড কোম্পানি সেতুর কাজ বাস্তবায়ন করছে। তারা জানিয়েছে সেতুর ৬০ ভাগ কাজ শেষ হয়েছে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D