১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে রাধারমণ উৎসবে লাখো ভক্তদের মাতিয়ে গেলেন চ্যানেল আই সেরা কণ্ঠ সালমা। সালমার সুরের যাদুতে মাতোয়ারা হয়ে উঠেন লাখো ভক্ত-শ্রোতা। এশিয়া মহা দেশের ধামাইল গানের জনক মরমী সাধক কবি রাধারমণ দত্ত পূরকায়স্থ এর ১০৪ তম প্রয়ান দিবস উপলক্ষে সোমবার থেকে ২ দিনব্যাপী রাধারমণ উৎসবের আয়োজন করা হয়। প্রথম দিনে সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠ সালমা।
এছাড়া সংগীত পরিবেশন করেন আইডল তারকা শ্রাবন কুমার জুয়েল, বাউল শিল্পী হারুন মিয়া, ছুরত মিয়া, ফয়সল গণি শাহ, ফোক শিল্পী শিপন আহমদ সহ স্থানীয় শিল্পীগণ। এর মধ্যে শুধু সালমাকে দেখতে ও সালমার গান শোনতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লাখো জনতার ঢল নামে। লোকে লোকারন্য হয়ে উঠে কেশবপুর বাজার সহ আশপাশ এলাকা। উৎসুক জনতাকে সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। সালমার গান শোনতে বিকেল থেকে মানুষের সমাগম হলেও রাত সাড়ে ১২ টার দিকে মঞ্চে উঠেন সালমা। শুধু সালমার প্রাণ জুড়ানো গান শোনার জন্য লাখো জনতা গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেন। অবশেষে সবার প্রিয় শিল্পী সালমার কণ্ঠে ‘আমার বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে’সহ বিভিন্ন জনপ্রিয় গান শোনতে পেরে আনন্দে মাতোয়ারা হয়ে গভীর রাতে কেউ গাড়িতে আবার কেউবা পায়ে হেটে বাড়ি ফিরেন।
এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক সালেহা পারভীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম। বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক প্রমুখ। এ সময় পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, গিয়াস উদ্দিন মুন্না, দিলোয়ার হোসেন, রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শিশু, পরিষদ নেতা কামরুল হাসান তেরা মিয়া, টুনু মিয়া, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মামুন, ব্যবসায়ী জামিল আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D