রানপাহাড়ের নিচে সিলেট

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২২

রানপাহাড়ের নিচে সিলেট

আল-মুক্তাকিম কবির সোহান ও সাকিব আহমেদ :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট পর্বের দ্বিতীয় দিনের ২য় ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশাল। যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক রবি বোপারা। আগে ব্যাট করে বরিশালের সংগ্রহ ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান।

ফরচুন বরিশালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মুনিম শাহরিয়ার ও ক্রিস গেইল। উদ্বোধনী জুটিতে মাত্র ৪০ বলে ৭২ রানের জুটি গড়েন দুজন। যেখানে বড় অবদান মুনিমের। আউট হওয়ার আগে এই ওপেনার ২৮ বলে ৫১ রান করেন।

ব্যাটিং ব্যর্থ ছিলেন নুরুল হাসান সোহান। ৪ বলে ২ রান করেন তিনি। ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান, তৌহিদ হৃদয় ১১ বলে ১০ রানের ।

শেষ দিকে এসে ফিফটি তুলে নেন গেইল ও অপরাজিত থাকেন ৫২ রানে। আর ১৩ বলে ৩৪ রানের অপরাজিত থাকেন ডোয়াইন ব্রাভো।

সিলেট সানরাইজার্স সোয়াগ গাজী, আলাউদ্দিন বাবু, নাজমুল ইসলাম অপু ও স্বাধীন ও ১টি করে উইকেট পান।

প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলা এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। এখন ফরচুন বরিশালের সামনে লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্লে অফে যাওয়া।

অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সিলেট সানরাইজার্সের সামনে লক্ষ্য নিজেদের টিকিয়ে রাখা।

সিলেটের বিদায়ঘণ্টা বেজে গেছে। তবুও কাগজে-কলমে এখনো দলটির ক্ষীণ সম্ভাবনা আছে। বাকি থাকা তিন ম্যাচ যদি তারা জিততে পারে, তাহলেই কেবল প্লে-অফের যাবে সিলেট সানরাইজার্স।

সিলেট সানরাইজার্স একাদশ: রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), আলাউদ্দিন বাবু, নাজমুল ইসলাম অপু, মিজানুর রহমান, সোহাগ গাজী, এ কে এস স্বাধীন, কলিন ইনগ্রাম, শিরাজ আহমেদ।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্র্যাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুনিম শাহরিয়ার, জিয়াউর রহমান, মুজিব-উর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল