২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
বিনোদন ডেস্কঃঃ কেউ কেউ তার এমন ভাঙা গলার স্বরেই প্রেমে পড়েছেন। কিন্তু এই গলার স্বরের জন্যই আবার তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তিনি রানী মুখার্জি। বলিউডে তার বয়স ২০। এখনো সমান জনপ্রিয় নায়িকা। রানীর ‘মার্দানি-২’ ছবিটি সামনে মুক্তি পাবে। নতুন ছবির প্রচারেই এখন ব্যস্ত তিনি। সমপ্রতি এই প্রচার পর্ব চলাকালীন ক্যারিয়ারের শুরুর দিকের স্মৃতিরোমন্থন করলেন নায়িকা।
তাকে জিজ্ঞেস করা হয় তার ভাঙা গলার স্বর নিয়ে। রানীর কথায়, আমি যখন ক্যারিয়ার শুরু করি তখন আমার গলার স্বরের মতো অন্য কোনো নায়িকা ছিল না। সবার দারুণ স্বর, মিষ্টি। আমার কোনোদিনই এমন মিষ্টি স্বর ছিল না। আর তা নিয়ে নায়িকা হয়ে ওঠা ছিল দুঃস্বপ্নের মতো। বাজে অভিজ্ঞতাও হয়েছে বেশ কিছু। ‘রাজা কি আয়েগি বারাত’-এ আমার গলা ছিল। তবে ‘গুলাম’-এ আমার গলা পছন্দসই ছিল না বলে ডাবিং করা হয়েছিল। ওই ছবিতে আমার আত্মা ও স্বর বিসর্জন দিয়েছিলাম আমি। রানী বলেন, সৌভাগ্যবশত করণের মতো একজন ছিলেন যিনি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটি নির্মাণ করেছেন আমাকে নিয়ে। আমার গলার স্বরও পছন্দ ছিল তার। এই স্বরই এখন আমার পরিচয়। তবে মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে রানীর ‘মার্দানি- ২’। ছবির প্লট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সিনেমাটি আদতে কোটার একটি সত্যিকারের ঘটনার উপর তৈরি। কিন্তু কোটার নামটা নিয়েই বিতর্ক শুরু হয়েছে। বিতর্ক শুধু নয়, সিনেমায় কোটার নাম একবার উল্লেখ ও কোটাকে ব্যবহার করা নিয়ে আইনি নোটিশ দিলেন স্থানীয় কোর্পোর্টার গোপাল মান্ডা। তার আইনজীবী জানিয়েছেন ফিল্মে কোটার নাম বদলের জন্যই এই নোটিশ।
কাজল/১৪/১২/২০১৯
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D