রান মেশিন’ উইলিয়ামসনের সেঞ্চুরিতে বড় সংগ্রহ কিউইদের

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

রান মেশিন’ উইলিয়ামসনের সেঞ্চুরিতে বড় সংগ্রহ কিউইদের

স্পোর্টস ডেস্ক :
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে দলের ‘রান মেশিন’ বলা হয়। অ‘ধিনায়কত্বের চাপ’ নামক ক্রিকেটীয় টার্মকে ছুড়ে ফেলেছেন তিনি। নেতৃত্বের চাপ তার পারফরম্যান্সকে আরও উজ্জ্বল করে তুলেছে। তার সাম্প্রতিক সব পারফরম্যান্স তেমনটাই বলছে।

সবশেষ ২০ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই কিউই অধিনায়ক। ৪টি ফিফটিকে সেঞ্চুরি অবধি নিতে পারেননি।

চলতি মাসেই হ্যামিল্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ২৫১ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন কেন উইলিয়ামসন।

এবার মাউন্ট মাঙ্গানুইয়েও একই চেহারায় দেখা গেল তাকে। এবারের প্রতিপ্রক্ষ পাকিস্তান। ঘাসে ভরা সবুজ উইকেটে তার সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়ল স্বাগতিকরা।

শনিবার সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থেকে দিন শেষ করেছিলেন উইলিয়ামসন। তার ৯৪ রানের অপরাজিত ইনিংসের পর ৮৭ ওভারে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করে ২২২ রান।

রোববার সেখান থেকে শুরু করে ৪৩১ রানে অলআউট হয়েছে কিউইরা। এ রানের মধ্যে উইলিয়ামসনেরই ১২৯ রান। ১২টি বাউন্ডারি ও একটি ছয়ের মারে এ রান সংগ্রহ করেন তিনি।

গতকাল উইলিয়ামসনকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন রস টেইলর। শাহীন শাহ আফ্রিদির বলে আউট হওয়ার আগে তার উইলো থেকে আসে ১৫১ বলে ৭০ রান।

দিনের শেষ পর্যন্ত উইলিয়ামসনের সঙ্গ হন হেনরি নিকলস। অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটি গড়েন তারা।
আজ সেই জুটি গিয়ে থামে ১৩৩ রানে। দলীয় ২৬৬ রানের সময় আউট হন ১৩৭ বলে ৫৬ রান করা হেনরি নিকলস। নিকলস আউট হওয়ার আগেই টেস্ট ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি তুলে নেন কেন উইলিয়ামসন।

দলীয় ২৮১ রানের মাথায় উইলিয়ামসন ইয়াসির শাহের বলে আউট হলে হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে ওয়াটলিং। তার ১৪৫ বলে ৭৩ রানের ইনিংসের পর দলের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৪৩১ রানে।

পাকিস্তানের পক্ষে প্রথম ইনিংসে সবচেয়ে সফল বোলার শাহিন আফ্রিদি। ৩৬ ওভারে ১০৯ রানের বিনিময়ে তিনি নিয়েছেন ৪ উইকেট। ১১৩ রানের খরচায় ইয়াসির শাহের শিকার ৩টি উইকেট।

নিউজিল্যান্ডের ইনিংস শেষে ব্যাট হাতে নেমেছে পাকিস্তান। দিন শেষে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৩০ রান। ৪২ বল মোকাবেলা করে ১০ করে আউট হয়েছেন ওপেনার শান মাসুদ। অপর ওপেনার আবিদ আলী ১৯ রানে অপরাজিত রয়েছেন। নাইটওয়াচম্যাচ হিসেবে নামা মোহাম্মদ আব্বাস ১৫ বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে পারেননি ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল