সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫
রায়হান আহমদ হ ত্যা র মূল আসামি এসআই
আকবরকে দ্রু ত গ্রে প্তা র ও সুষ্ঠু বিচারের দাবি
ভয়েস ফর জাস্টিস ইউকের
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আটকে নির্যাতনের মাধ্যমে যুবক রায়হান আহমদ হত্যার প্রধান আসামি পলাতক এসআই (বরখাস্তকৃত) আকবর হোসেনকে অবিলম্বে গ্রেপ্তার ও মামলার দ্রুত রায় ঘোষণার দাবি জানিয়েছে ভয়েস ফর জাস্টিস ইউকে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের সেক্রেটারি কে এম আবু তাহের চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২০ সালের ১১ অক্টোবর ভোরে সিলেট শহরের বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন চালানোর পর তিনি হাসপাতালে মারা যান। এর প্রতিবাদে সিলেটবাসী সোচ্চার হয়ে ওঠেন। চাপের মুখে এই হত্যকাণ্ডের সাথে জড়িত মামলার প্রধান আসামি এসআই আকবরসহ মামলার অন্যান্য আসামিদেরও গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, রায়হান আহমদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে দেশে-বিদেশে আন্দোলন গড়ে ওঠে। লন্ডনে আমরা ভয়েস ফর জাস্টিস ইউকের পক্ষ থেকে ঐতিহাসিক আলতাব আলী পার্কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করি।
আবু তাহের চৌধুরী দুঃখ করে বলেন, বিগত পাঁচ বছরেও মামলার কোন সুরাহা হয়নি। এটা যতটা দুঃখজনক তারচেয়ে বড় বিষয় হলো- মামলা বিচারাধীন অবস্থায় গত ৪ আগস্ট হঠাৎ করে হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ এই আসামিকে জামিন দেওয়া হয় এবং অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সিলেট কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। মামলার অন্য আসামিরা আগেই জামিন নিয়ে বের হয় পলাতক ছিল। এমন গুরুত্বপূর্ণ একটি মামলায় প্রধান আসামিসহ অধিকাংশ আসামিকে জামিন দেওয়ার নজির দেশের আর কোথাও নেই।
তিনি বলেন, এই জামিনের প্রতিবাদে আবারও দেশে বিদেশে তীব্র প্রতিবাদ ও আন্দোলন গড়ে ওঠে। সিলেটে রায়হান আহমদের মা সালমা বেগম, ব্যবসায়ী ও কমিউনিটির নেতারা এবং লন্ডনে রায়হান আহমদের বোনের উপস্থিতিতে ভয়েস ফর জাস্টিস ইউকে ও প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে আবারো ঐতিহাসিক আলতাব আলী পার্কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা এই প্রতিবাদ সমাবেশে এসআই আকবরের জামিন বাতিল ও অবিলম্বে তাকে গ্রেফতারের জন্য আল্টিমেটাম ঘোষণা করি। কিন্তু আজ পর্যন্ত আকবরকে গ্রেফতার করা হয়নি।
পরবর্তী শুনানির আগেই জামিনে বেরিয়ে পলাতক আসামিদের গ্রেফতারে কার্যকর উদ্যোগ গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আবু তাহির চৌধুরী বলেন, গত ৩ সেপ্টেম্বর সিলেট কোর্টে মামলার শুনানি ছিল। কিন্তু এসআই আকবরসহ জামিনপ্রাপ্ত কোনো আসামি হাজির হয়নি। অথচ, ইতিমধ্যেই হাইকোর্টের চেম্বার জজ আদালতে আকবরের জামিন বাতিল করা হয়েছে।
তিনি বলেন, আগামী মামলায় যাতে তারা হাজির হতে পারে সেজন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ না করলে তাদের বিরুদ্ধে সমন জারি করে গ্রেফতার করার আহবান জানাচ্ছি।
ভয়েস ফর জাস্টিস ইউকের সাধারণ সম্পাদক রায়হান হত্যা মামলায় আকবরের জামিন আদায়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে বলেন, হত্যার সাথে জড়িত আসামিরা যাতে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং মামলার মূল আসামি এসআই আকবর ও অন্যান্য আসামিদের জামিন দেওয়ার পিছনে কোনো ষড়যন্ত্র বা অদৃশ্য শক্তির কালো হাত রয়েছে কি না তা তদন্ত করে খতিয়ে দেখার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচারের ব্যাপারে দুই বছর আগে উচ্চ আদালত ৬ মাসের সময় বেঁধে দিলেও বিলম্ব করে সুষ্ঠু বিচারের পথ রুদ্ধ করা হচ্ছে। যার সুযোগে প্রকৃত দোষী ব্যক্তিরা জামিনে বেরিয়ে যাচ্ছে। যা বিচারবিভাগের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত রায়হান আহমদের মা সালমা বেগম, ভগ্নিপতি, ভয়েস ফর জাস্টিস ইউকে’র সদস্য মফজ্জিল আলী প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি