রাশিয়ার এস-৪০০ নিয়ে তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসছে

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০

রাশিয়ার এস-৪০০ নিয়ে তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসছে

অনলাইন ডেস্ক

রাশিয়া থেকে কেনা এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

দুই মার্কিন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট আরও পাঁচজন বৃহস্পতিবার একথা জানিয়েছেন। যে কোনো দিনই এ নিষেধাজ্ঞা ঘোষণা হতে পারে বলে সূত্রের বরাতে বলা হয়েছে। বার্ত সংস্থা রয়টার্স বলছে, এটি শুক্রবারেই ঘোষণা হতে পারে।

তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ ও এর প্রধান ইসমাইল দেমিরের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

তুরস্কের সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইজেন প্রশাসনের সঙ্গে সম্পর্ক খুব ভালো নয়। ফলে নিষেধাজ্ঞা অবধারিত হতে পারে বলে জানিয়েছে আরব নিউজ।

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, নিষেধাজ্ঞা কোনও কাজে আসবে না। কিন্তু এতে বিপরীত ফল হবে; সম্পর্কের ক্ষতি হবে।

তুরস্ক কূটনীতি এবং আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের পক্ষপাতি। আমরা একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার পদক্ষেপ মেনে নেব না বলে মন্তব্য করেন তিনি।

রাশিয়া গতবছর তুরস্কের কাছে স্থল থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির পর তুরস্ক সেগুলো পরীক্ষাও করে দেখেছে। তুরস্ক দাবি করছে, এ প্রতিরক্ষা ব্যবস্থা কারও জন্য হুমকি নয়। কেবল শত্রু মোকাবেলায়ই এগুলো ব্যবহার করা হবে।

কিন্তু যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে হুমকি হিসাবেই দেখছে এবং এর জেরে যুক্তরাষ্ট্র গতবছরই তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গি বিমান বিক্রি বন্ধ করা এবং নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল