১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৬
সরকারকে ব্যর্থ, অযোগ্য, অথর্ব, দুর্নীতিবাজ, গুম-হত্যাকারী আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একইসঙ্গে সরকারকে রাষ্ট্রদ্রোহী বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন। রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। খালেদা জিয়া বলেন, এই সরকার ব্যর্থ, অযোগ্য, অথর্ব, দুর্নীতিবাজ, গুম-হত্যাকারী এবং নিজেই রাষ্ট্রদ্রোহী। সরকার গোপনে রাষ্ট্রের বিরুদ্ধে অনেক কিছু করছেন, যা জনগণ জানে না। কিন্তু এগুলো রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। তিনি বলেন, এই সরকার দেশকে পুরোপুরি কারাগার বানিয়েছে। এ পর্যান্ত ১২ হাজারের অধিক গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২৭শ’ এর অধিক বিএনপির নেতাকর্মী। এতে সহজেই বুঝা যায়, তাদের লক্ষ্য সন্ত্রাসী ধরা নয়। সন্ত্রাসীকে পার করে দিয়ে বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের ধরা এবং নিরীহ মানুষকে জেলে ঢোকানো।
বেগম জিয়া বলেন, ছাত্রলীগ বা আওয়ামী লীগের কেউ অবাধে অস্ত্র নিয়ে ঘুরলেও তাদের ধরা হয় না। ধরলেও তাদের ছেড়ে দেয়া হয়। কিছুদিন আগে ছাত্রলীগের একনেতা অস্ত্র নিয়ে ধরা পড়লেও তাকে জামিন দিয়ে দেয়া হয়।
বিএনপিসহ জোট নেতাদের উদ্দেশে তিনি বলেন, এখন সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত। কে কী পদ পাবে, সেটা না ভেবে সকল রাজনীতিবিদদের উচিত যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হওয়া। চাওয়া পাওয়া বড় নয়, গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং দেশকে রক্ষা করা ও জনগনের কল্যাণ করাই বড় কথা।
এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিএনপিসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D