২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০
কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের কমলগঞ্জ সদর ইউনিয়নের উজিরপুরে এক অসহায় বিধবার জমি দখল করে মাটি ফেলে জোর পূর্বক রাস্তা নির্মাণ করছিল একটি মহল। প্রতিবাদ করায় নানভাবে হুমিকর মাঝে রয়েছে অসহায় পরিবার। অসহায়ের পক্ষে বৃহস্পতিবার (৭ মে) সকালে গ্রামবাসীরা কমলগঞ্জ-মাধবপুর সড়কে মানববন্ধণ করেছেন। অভিযুক্ত ব্যক্তি সংবাদকর্মীদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।
গত বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত এলাকাবাসী বলেন, গত শনিবার (২ মে) রাতের আঁধারে বাল্লারপার গ্রামের মৃত মক্কী মিয়ার ছেলে ভানুগাছ বাজারের ফুড সাফারীর স্বত্বাধিকারী ফয়সল আহমদসহ ৪০/৫০ জনের একটি দল জোর পূর্বক উজিরপুর গ্রামের বেনজির জাহানের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ কাজ শুরু করেন। পরের দিন মহিলা খবর পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ পুলিশ প্রশাসনে কাছে অভিযোগ করেন। কিন্তু এখন পর্যন্ত কোনও সুরাহা না হওয়ায় এলাকাবাসির উদ্যোগে বৃহস্পতিবার মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ভোক্তভোগী মহিলা বেনজির জাহান মেরি জানান, এক বছর আগে আমার স্বামী মারা যান। ৪ টি বাচ্চা নিয়ে খুবই অসহায় অবস্থায়ভাবে দিন কাটছে আমার। আর এই জমি ছাড়া অন্য কোনও জায়গাও নেই, এখানে ফসল ফলিয়েই বাচ্চাদের লালন-পালন করি। তিনি আরও বলেন, বাল্লারপার গ্রামের ফয়ছলের নেতৃতে কয়েকজন মিলে জমির একাংশ রাতের আঁধারে দখল করে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। তিনি আরও বলেন, এখানে পূর্বে কোন রাস্তাও ছিলনা। আমি প্রশাসন মেয়রসহ সকলের সহযোগীতা কামনা করছি। তিনি আরো বলেন,আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমলগঞ্জ থানায় অভিযোগ দিয়েও কোনও সহযোগীতা পাচ্ছি না।
এলাকাবাসী জানান, মহিলার জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে, তারা জায়গা পূনরুদ্ধারের জন্য মেয়র,চেয়াম্যান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্য দিকে বৃহস্পতিবার পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযুক্ত বাল্লারপার গ্রামের মো. ফয়সল আহমদ ও আব্দুল মোছাব্বির জানান, কমলগঞ্জ সদর ইউনিয়নের বাল্লারপার গ্রাম সংলগ্ন এলাকার শিক্ষার্থী,ও মানুষজনের যাাতায়াতের সুবিধার্থে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিস সংলগ্ন রাস্তার পূর্বাংশের সাথে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংযোগ স্থাপনের। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধির মধ্যস্থতায় ভূমির মালিকদের সাথে আলোচনাক্রমে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত হয়। বৃষ্টি বাদলের মৌসুম শুরু হওয়ার কারণে গত ২ মে সকাল ১০টায় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটি নির্মাণ কাজ শুরু করেন। মূল সড়কের সন্নিকটে বেনজির জাহানের জমির সত্যতা স্বীকার করে তারা বলেন তাদের ও অন্যান্য জমির মালিকের সম্মতিতে প্রকাশ্য দিবালোকে রাস্তা নির্মাণ কাজ করছিলেন। একটি কুচক্রী মহল বিষয়টিকে ভিন্নভাবে প্রবাহিত করে এ জটিলতার সৃষ্টি করছেন। একটি চক্রের প্ররোচনায় বিধবা মহিলাকে দিয়ে কমলগঞ্জ থানায় একটি হয়রানীমূলক মামলা দায়ের হয়। পৌর মেয়রের হস্তক্ষেপে বিষয়টি বর্তমানে শালিসাধীন আছে। গত ৩ মে পৌর মেয়র ঐ বিষয়ে সালিশের ডাক দিলেও সে বৈঠকে মহিলা উপস্থিত হননি।
এসময় সংবাদ সম্মেলনে কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউপি সদস্য মাহমুদ আলীসহ একটি মহল উপস্থিত ছিলেন।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, আসলে ব্যক্তিগত জমির উপর দিয়ে গ্রাম্য রাস্তা নির্মাণ নিয়ে সমস্যা চলছে। এ বিষয়ে নারীর পক্ষ থেকে অভিযোগ পেয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এ সমস্যার সমাধান করে দিবেন বলায় পুলিশ এ দিকে আর আগায়নি। স্থানীয়ভাবে সমাধান না হলে পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা নিবে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D