রায়না কি বিজেপিতে যোগ দিচ্ছেন?

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

রায়না কি বিজেপিতে যোগ দিচ্ছেন?

স্পোর্টস ডেস্ক

গত আগস্টে মহেন্দ্র সিং ধোনির মতোই নীরবে ক্রিকেট থেকে অবসর নেন সুরেশ রায়না। সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কথা ছিল তার।

কিন্তু হোটেলে রুম পছন্দ না হওয়ায় আমিরাত থেকে অভিমান করেই দেশে ফেরেন রায়না। এর পর আইপিএল খেলার জন্য চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করলেও তাকে আর দলে ফেরানো হয়নি।

রায়না না খেললেও আইপিএলে এবার প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি চেন্নাই। আইপিএলে মুম্বাইয়ের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ তিনবারের শিরোপাজয়ী মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি, সর্বোচ্চ ৮ বার ফাইনাল খেলে। অথচ এবারের আসরে প্রথমবার গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়।

ক্রিকেট থেকে অবসর নেয়া রায়নাকে নিয়ে ভারতীয় মিডিয়ায় গুঞ্জন চলছে, তিনি নাকি নরেন্দ্র মোদির দল বিজেপিতে যোগ দিচ্ছেন।

সম্প্রতি বিজেপি নেত্রী সাজিয়া ইলমির সঙ্গে বিমানে বসা অবস্থায় রায়নার কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সুরেশ রায়নার সঙ্গে তোলা বেশ কিছু ছবি সাজিয়া ইলমি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। আর এসব ছবি কেন্দ্র করেই অনেকে মনে করছেন বিজেপিতে যোগ দিচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
সাজিয়া ইলমি টুইটারে ক্যাপশনে লেখেন– সুরেশ রায়না একজন অসাধারণ এবং ভদ্র মানুষ। তার সঙ্গে চায়ের আড্ডায় রাজি হই। উনি কপিল শর্মার একটি শোতে শুটিংয়ে যাচ্ছেন।

কপিল শর্মার কমেডি শোতে অংশ নেয়ার জন্যই মুম্বাইগামী প্লেনে উঠেছিলেন রায়না। সঙ্গে ছিলেন স্ত্রী প্রিয়াংকা রায়নাও। সেখানেই দেখা হয় সাজিয়া ইলমির সঙ্গে।
প্রসঙ্গত ২০০৫ সালে ভারতীয় দলে অভিষেক হয় বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়নার। ক্যারিয়ারে ২২৬ ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ৫টি সেঞ্চুরির সাহায্যে সংগ্রহ করেন ৫ হাজার ৬১৫ রান। ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে এক সেঞ্চুরিতে সংগ্রহ ১৬০৫ রান। আর ১৯টি টেস্টে সংগ্রহ করেছেন ৭৬৮ রান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এ অফ স্পিনার। জাতীয় দলের হয়ে ৩২২ ম্যাচে অংশ নিয়ে শিকার করেন ৬২ উইকেট।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল