Social Bar
৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
স্পোর্টস ডেস্ক
চোট জর্জর দল নিয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ।
সার্জিও রামোসের অনুপস্থিতিতে রক্ষণভাগ ছিল দুর্বল। করিম বেনজেমা, কাসেমিরোসহ বেশ কয়েকজনকে না পেয়ে আক্রমণভাগও ধারাল ছিল না তাদের। এর পরও দুর্দান্ত শুরু করেছিল।
তবে ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের।
শনিবার রাতে লা লিগায় রিয়ালের সঙ্গে ১-১ গোলে সমতা করে ভিয়ারিয়াল।
ম্যাচের ২ মিনিটেই মারিয়ানো দিয়াসের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দানি কারভাহালের ক্রস থেকে চোখ ধাঁধানো হেডে জাল কাঁপান দীর্ঘদিন পর একাদশে সুযোগ পাওয়া মারিয়ানো।
আর প্রথমার্ধে রিয়ালের দুর্বল রক্ষণকে ভেঙে গোল শোধ করতে পারেনি ভিয়ারিয়াল।
১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।
দ্বিতিয়ার্ধে নেমে গোল না পেলেও গোলপোস্টকে ঠিকই আগলে রাখেন রিয়ালের ডিফেন্ডাররা।
তবে ৭৬ মিনিটে গিয়ে এক ফাউলের দরুণ সব কৃতিত্বই ভেস্তে যায়। রেফারির বাঁশিতে পেনাল্টি পায় ভিয়ারিয়াল।
পেনাল্টি থেকে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান মেরেনো। বাকি সময় আর কোনো গোল না হলে ১-১ স্কোরলাইনে ম্যাচের সমাপ্তি ঘটে। ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো জিনেদিন জিদানের দলের।
এমন হোঁচট খাওয়ার আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল রিয়াল। আর এবার ড্রয়ের পর শিরোপার লড়াইয়ের বেশ পিছিয়ে পড়ল তারা।
৯ ম্যাচে রিয়ালের ১৭ পয়েন্ট সংগ্রহ করে চার নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ভিয়ারিয়াল ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D