রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের হিট অ্যাকশন ডে পালন

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩

রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের হিট অ্যাকশন ডে পালন

রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের হিট অ্যাকশন ডে পালন
তীব্র তাপদাহ মোকাবেলায় সচেতন হওয়ার আহবান

সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে “আসুন সবাই মিলে তীব্র তাপদাহের প্রভাব মোকাবেলা করি সচেতন হই সুস্থ থাকি” এই স্লোগানকে সামনে রেখে হিট অ্যাকশন ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে সুরমা নদীর তীরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সচেতনতা সৃষ্টির জন্য নাটিকা, তাপদাহ নিয়ে সিলেটি জারি গান পরিবেশিত হয়। এবং সর্বস্তরের মানুষের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
শুক্রবার বিকালে ঘড়িঘর সংলগ্ন সুরমা নদীর তীরে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের রেডক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ।
রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের উপ পরিচালক কাজী জানে আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ফিল্ড অফিসার রাকিবুল ইসলাম , যুব প্রধান পলাশ গুন, এন ডি আর টি শারমিন আক্তার সরন, ইফাত আরা চৌতি, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উপ-যুব প্রধান ১ চৌধুরী লাবিব ইয়াসির, উপ-যুব প্রধান ২ মোঃ বদরুল আজাদ শুভ, জনি,ইশতিয়াক, শিলা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ বলেন, তীব্র তাপদাহ থেকে বাঁচার জন্য সবাইকে রোদ থেকে দূরে থাকা এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করার আহবান জানান। তিনি তীব্র তাপদাহ মোকাবেলায় এক বা একাধিকবার গোসল করা,সুস্থ থাকার জন্য সচেতন হওয়ার আহবান জানান।

ফেসবুকে সিলেটের দিনকাল