রোটা পিপি রেজাউল করিম জুবায়ের রোটারি ডিস্ট্রিক্ট সেক্রেটারি নিযুক্ত

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০

রোটা পিপি রেজাউল করিম জুবায়ের রোটারি ডিস্ট্রিক্ট সেক্রেটারি নিযুক্ত

নিজস্ব প্রতিবেদক:
রোটারি ক্লাব অব সিলেট এলিগেন্স পাস্ট প্রেসিডেন্ট ডাইনামিক রোটারিয়ান আহমেদ রেজাউল করিম জুবায়ের রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ২০২০-২০২১ রোটারি বর্ষের ডিস্ট্রিক্ট সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন। গতকাল সিলেটের একটি অভিজাত হোটেলের হলরুমে একটি অনুষ্টানে ডিস্ট্রিক্ট গভর্নর ২০২০-২১ ড: বেলাল উদ্দিন আহমেদ এই ঘোষনা দেন।

ডিস্ট্রিক্ট টিম বিল্ডিং অনুষ্টানের চেয়ারম্যান পিপি ফেরদৌস অলমের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে পিডিজি জয়নুল আবেদিন, পিডিজি ডা মঞ্জুরুল চৌধুরী, পিডিজি এম এ লতিফ, পিডিজি শহীদ চৌধুরী, আইপিডিজি দিলনাশিন, ডিজি আতাউর রহমান পীর সহ অনেক ডিস্ট্রিক্ট লিডার বক্রব্য রাখেন। উল্লেখ্য যে পিপি আহমেদ রেজাউল করিম জুবায়ের ইতিমধ্যে ডিস্ট্রিক্ট এসিস্ট্যান্ট সেক্রেটারি, একজিকিউটিভ ডিস্ট্রিক্ট সেক্রেটারি, ডিস্ট্রিক্ট ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল