Social Bar
৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
খেলাধুলা : অপ্রতিরোধ্য ক্রিশ্চিয়ানো রোনালদো, গোল করা থেকে তাকে কেউ থামাতেই পারছে না! সিরি আ-তে নিজের টানা পঞ্চম ম্যাচেই গোল করেছেন তিনি। এবার করেছেন জোড়া গোল। ক্যালিয়ারিকে হারিয়ে জুভেন্টাস উঠে গেছে পয়েন্ট টেবিলের দুইয়ে। শীর্ষে থাকা মিলানের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে পিছিয়ে আছে জুভেন্টাস।আন্তর্জাতিক বিরতির পর জুভেন্টাসের হয়ে শনিবার মাঠে নেমেই বাজিমাত করেন রোনালদো। ম্যাচের ৩৮ মিনিটে গোল করে এগিয়ে নেন দলকে। এটি ছিল লিগে টানা পঞ্চম ম্যাচে পাওয়া তার গোল।৪২ মিনিটে দূরের পোস্ট দিয়ে আরো একবার বল জালে জড়ান রোনালদো। তাতে জুভেন্টাস এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এটি ছিল সিরি’আ লিগে চলতি মৌসুমে তার অষ্টম গোল।অবশ্য বিরতির পর কালিয়ারি একবার জুভেন্টাসের জালে বল জড়িয়েছিল। কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে রোনালদো দুটি দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন সতীর্থদের। কিন্তু দুর্বল ফিনিশিংয়ের কারণে সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি জুভেন্টাস। শেষ পর্যন্ত রোনালদোর দুটি গোলই ম্যাচের ভাগ্য বদলে দেয়।এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জুভেন্টাস। ৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। ৭ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে এসি মিলান রয়েছে শীর্ষে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D