Social Bar

‘রোনালদো ৪০ বছর পর্যন্ত খেলতে পারে’

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

‘রোনালদো ৪০ বছর পর্যন্ত খেলতে পারে’

স্পোর্টস ডেস্ক

পর্তুগালের প্রধান কোচ ফার্নান্দো সন্তোস বলেছেন, ক্রিশ্চিয়ানো রোনালদো ৪০ বছর বয়স পর্যন্ত খেলতে প্রস্তুত। তবে সে জানে না, এমনটা হবে কিনা। একটা সময় অনুভব করতে পারে, সে আগের মতো একই অবস্থায় নেই।

টিভি চ্যানেল টিভিআই টোয়েন্টিফোরকে পর্তুগাল কোচ আরও বলেছেন, রোনালদো যখন দেখবে নিজের পারফরম্যান্সের মান নিচে নামতে শুরু করেছে, তখন সে নিজ থেকেই ক্যারিয়ারের ইতি টানবে।

রোনালদোর বয়স এখন ৩৫। এ বয়সেও মাঠ কাঁপিয়ে যাচ্ছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। তার এমন পারফরম্যান্স দেখেই পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ আশা করছেন রোনালদো আরও মিনিমাম পাঁচ বছর খেলবেন।

জাতীয় দল ও ক্লাব ফুটবল, দুই পর্যায়েই সমানতালে ছুটছেন রোনাল্ডো। সম্প্রতি ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি পূরণ করেছেন পর্তুগালের অধিনায়ক। এখন তার গোল ১০১টি। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোলদাতার তালিকায় তার সামনে আছেন কেবল ইরানের আলি দাই (১০৯টি)।

ম্যানচেস্টার ইউনাইটেডের পর রিয়াল মাদ্রিদে দুর্দান্ত সময় কাটিয়ে ২০১৮ সালের জুলাইয়ে সিরি-এ লিগের দল জুভেন্টাসে এসেও দারুণ খেলে যাচ্ছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৩০ গোল তার। জুভেন্টাসের হয়ে খেলা ৯১ ম্যাচে গোল ৬৮টি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল

Follow for Regular News