সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
স্পোর্টস ডেস্ক
হাড্ডাহাড্ডি লড়াই হলেও গোলশূন্য ড্র হয়েছে স্পেন ও পর্তুগাল ম্যাচটি।
দারুণ খেলেছেন পর্তুগালের যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও গোলের দেখা পাননি তিনি।
লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে বুধবার রাতে প্রীতি ম্যাচে আড়াই হাজার দর্শক উপস্থিত ছিলেন।
এদিন বল আক্রমণে স্পেন এগিয়ে থাকলেও সুযোগ বেশি তৈরি করেছে পর্তুগাল।
রোনাল্ডোর বেশ কয়েকটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে।
এ ছাড়া রেনাতো সানচেজের শটও কাঁপিয়েছে স্পেনের পোস্ট। কিন্তু লাভ হয়নি কিছুই।
শটগুলো জালের দেখা না পাওয়ায় গোলহীনভাবে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
৭৩ মিনিটে রোনাল্ডোকে উঠিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের জোয়াও ফেলিক্সকে নামান পর্তুগাল কোচ। তিনিও প্রায় গোল পেয়েই যাচ্ছিলেন। কিন্তু ব্যর্থ হন।
এমন ব্যর্থময় ম্যাচে দুঃখটা দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মুছে ফেলতে পারতেন ফেলিক্স। সেখানেও তার ‘শিশুসুলভ’ ভুলে সুযোগ হাতছাড়া হয়।
কর্নার থেকে আসা বলে রুবেন সেমেদোর হেডে একেবারে ফাঁকায় পেয়ে গিয়েছিলেন অ্যাথলেটিকো ফরোয়ার্ড। কিন্তু বল জালে জড়াতে পারেননি আর।
ফল ০-০ স্কোরলাইনে শেষ হয়েছে প্রীতিম্যাচ।
দিনের অন্য প্রীতি ম্যাচে ইতালি ৬-০ গোলে বিধ্বস্ত করেছে মালদোভাকে।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি