রোশান-পূজার ‘সাইকো

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

রোশান-পূজার ‘সাইকো

বিনোদন ডেস্কঃঃ  অনন্য মামুনের নতুন ছবির নাম ‘সাইকো’। ছবির গল্পে একজন মন্ত্রীর মেয়ে কিডন্যাপ হবে। সেই মেয়েটির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পূজা চেরীকে। পূজা বলেন, গল্পটি ভালো লেগেছে। আমার বিপরীতে রোশানকে দর্শকরা দেখতে পাবেন। রোশান বলেন, কিডন্যাপ হওয়া মেয়েটাকে উদ্ধার করবে একজন অফিসার। সেই অফিসারের চরিত্রে অভিনয় করবো আমি। অনন্য মামুন বলেন, আরবিএস এন্টারটেইনমেন্ট ও সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে এ সিনেমার শুটিং আসছে বছরের ১০ই জানুয়ারি শুরু হবে।

কাজল/১৭/১২/২০১৯