সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৭
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা ইস্যুতে বলেছেন, শরণার্থী সমস্যার আশু সমাধান না হলে বিষয়টি সন্ত্রাসবাদকে উসকে দিতে পারে।
তিনি আরো বলেন, আমরা নিরাপত্তা পরিষদের সদস্যদের অনুরোধ করছি, আপনারা দেরি করলে এই অঞ্চলে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি হবে।
স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে নিজের নতুন বই ‘দ্য ওয়ার্ল্ড অব থ্রি জিরোজ’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
সুচির উদ্দেশ্যে ড. ইউনূস বলেন, আপনাকে অনেক সম্মান দেয়া হয়েছে… হঠাৎ করে আপনি নির্যাতন, গণহত্যার প্রতীক হয়ে উঠছেন। আমরা নিরাপত্তা পরিষদের সদস্যদের অনুরোধ করছি, আপনারা দেরি করলে এই অঞ্চলে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি হবে।
নতুন বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বর্তমান বিশ্ব পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কের ব্রুকলিন লাইব্রেরিতে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল হলভর্তি দর্শক।
লেখক, সাংবাদিক এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের মেয়ে কারেনা গোর ছিলেন এর সঞ্চালক। তার এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, রোহিঙ্গা ইস্যুতে অং সাং সুচি যা করছেন, সেটি তার পূর্বের সব অর্জনকেই প্রশ্নবিদ্ধ করছে।
প্যারিসের জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকারও সমালোচনা করেন ড. ইউনূস। অনুষ্ঠান শেষে দর্শকরা লাইনে দাঁড়িয়ে ড. ইউনূসের নতুন বইটিতে তার স্বাক্ষর নেন
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি