১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৮
স্পোর্টস ডেস্ক :: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে দারুণ অবদান সাকিব আল হাসান ও তামিম ইকবালের। মাঠে তাদের সাফল্যের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছে দুই বাঁহাতি ব্যাটসম্যান।
বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা সিরিজে ১০৩ রান করেন অধিনায়ক সাকিব। আট ধাপ এগিয়ে ৪৫ নম্বরে উঠে এসেছেন সিরিজের সেরা খেলোয়াড়।
আরেক ব্যাটিং ভরসা তামিম সিরিজে করেন ৯৫ রান। ছয় ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছেন এই ওপেনার।
সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ৩২ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন লিটন দাস। তার ব্যাটে উড়ন্ত সূচনা পাওয়া বাংলাদেশ ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জেতে ১৯ রানে। তৃতীয় ম্যাচের সেরা এই খেলোয়াড় ২২ ধাপ এগিয়ে আছেন ৭১ নম্বরে। রঙিন পোশাকে নিজের প্রথম ফিফটিতে পৌঁছেছেন ক্যারিয়ার সেরা ৩৫১ রেটিং পয়েন্টে।
সিরিজে বড় স্কোর করতে পারেননি মাহমুদউল্লাহ কিন্তু ৩৫, ১৩* ও ৩২* রানের তিনটি ইনিংসে এগিয়েছেন র্যাঙ্কিংয়ে। অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান তিন ধাপ এগিয়ে আছেন ৩৬ নম্বরে।
হাতে চোট পাওয়ায় তৃতীয় ম্যাচে তিন বলের বেশি করতে পারেননি নাজমুল ইসলাম অপু। দ্বিতীয় ম্যাচে ২৮ রানে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭০ নম্বরে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D