২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
আসরাফুল ইমরান, শ্রীমঙ্গল ঃ র্যাব-৯ সিপিসি-২(শ্রীমঙ্গল ক্যাম্প)এর অভিযানে হবিগন্জ জেলার চুনারুঘাট থানাধীন মধ্য দেওরগাছ গ্রাম থেকে বিক্রির জন্য নিজ হেফাজতে রাখা বাংলাদেশে নিষিদ্ধ ভারতীয় বিপুল পরিমানে আতশবাজি’সহ এক জনকে গ্রেফতার।
বুধবার (২১শে অক্টোবর) এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)এর একটি অভিযানিক দল কোম্পানি কমান্ডারের নেতৃত্বে হবিগন্জ জেলার চুনারুঘাট থানার মধ্য দেওরগাছ গ্রাম থেকে বিক্রির জন্য নিজ হেফাজতে রাখা ২,৮৮,৪০০(দুই লক্ষ আটাশি হাজার চারশত) পিস বাংলাদেশে নিষিদ্ধ ভারতীয় আতশবাজি যার আনুমানিক বাজার মুল্য ৫,৭৬,৮০০/- টাকাসহ হবিগন্জ জেলার চুনারুঘাট থানার মধ্য দেওরগাছ গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হক এর ছেলে মোঃ আব্দুল ওয়াহাব(৬৫) কে বাংলাদেশ দন্ডবিধি বিস্ফোরক আইনে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, এক ব্যক্তি বিক্রির জন্য নিজ হেফাজতে বাংলাদেশে নিষিদ্ধ ভারতীয় আতশবাজির বিপুল পরিমানে মজুদ করছে। আর এমন সংবাদের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি এবং তাদেরকে আলামত সহ গ্রেফতার করি। আর আমি আশাকরি আপনারাও যদি আমাদেরকে এভাবে তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমরা সবসময়ই দেশ ও জনগণের কল্যাণে পদক্ষেপ নিতে পিছপা হব না।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D