লতিফ নতুন’র অভিনন্দন

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

লতিফ নতুন’র অভিনন্দন

রিদওয়ান আল জালাল পূর্ব রেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হওয়ায় দৈনিক সিলেটের দিনকাল এর প্রধান সম্পাদক  আব্দুল লতিফ নতুন এর অভিনন্দন বার্তা। গোলাপগন্জ উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব রেঙ্গা উচ্চ বিদ্যালয় (নিমাদল) এর ২০২০ইং নির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভায় তরুণ সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ি, হেতিমগঞ্জ বনফুল এন্ড কোং পরিচালক, ইলাই গন্জ দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক রিদওয়ান আল জালাল শিক্ষানুরাগী সদস্য মনোনীত হওয়ায় দৈনিক সিলেটের দিনকাল এর প্রধান সম্পাদক আবদুল লতিফ নতুন অভিনন্দন জানিয়েছেন। তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, রিদওয়ান আল জালালের মতো ব্যাক্তি নিবার্চিত হওয়ায় স্কুলের লেখাপড়ার মান উন্নয়ন ও প্রসার লাভ করবে।

ফেসবুকে সিলেটের দিনকাল