লন্ডন প্রবাসী কাওছার রাজার উদ্যোগে ছাতকের বরাটুকায় ২০০ পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

লন্ডন প্রবাসী কাওছার রাজার উদ্যোগে ছাতকের বরাটুকায় ২০০ পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হাসনাবাদ (বরাটুকা) গ্রামের বাসিন্দা মরহুম হাজী কাওছার রাজা চৌধুরী এর পরিবারের পক্ষ হতে উনাদের উত্তরসুরী ইংল্যান্ড এর বাসিন্দা ইংল্যান্ডে বাঙালি কমিউনিটি নেতা, রাজনীতিবিদ, দানশীল ব্যক্তিত্ব সহ তাহার পরিবারের ছেলে মেয়ে নাতি নাতনিদের অর্থায়নে রামাদান উপলক্ষে অসহায় হতদরিদ্র ২১টি পরিবারকে মোট চার হাজার টাকার খাদ্য করে প্রতি ঘরে- হাসনাবাদ কমিউনিটির মাধ্যমে বিতরণ করা হয় এবং পরে ইফতারির জন্য আরো ৪টি পরিবারকে ২ হাজার টাকা ও এলাকার ২০০টি পরিবারকে ১ হাজার টাকা করে দেওয়া হবে ইফতারের উপহার। এতে সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ সম্পন্ন করা হয়।
উপস্থিত ছিলেন হাসনাবাদ কমিটির পক্ষে: সর্ব জনাব মক্তার মিয়া, ফকর উদ্দিন, আবুল লেইস, সিরাজ আলী, সালেহ আহমেদ সহ আরো অনেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল