১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী লস্করপুর ইউনিয়নের চরহামুয়ায় খোয়াই নদীর ওপর একটি সেতুর অভাবে শায়েস্তাগঞ্জ ও লস্করপুরের ৭০টি গ্রামের লক্ষাধিক মানুষের ভোগান্তির যেন শেষ নেই। এটি নির্মাণ হলে বদলে যেতে পারে শায়েস্তাগঞ্জ, নিজামপুর ও লস্করপুর ইউনিয়নের উন্নয়নের সার্বিক চিত্র। এতে একদিকে স্কুল-কলেজ, মাদরাসার ছাত্রছাত্রীসহ অফিস-আদালতগামী লোকজনের যাতায়াতের ভোগান্তি ও সময় যেমন লাঘব হবে তেমনি ব্যবসা বাণিজ্যের ও প্রসার ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা । তাছাড়া লস্করপুর ইউনিয়নের জনসাধারণ সর্বদা শায়েস্তাগঞ্জ হাসপাতাল, রেল জংশন, বাসস্ট্যান্ড, হাটবাজারসহ জেলার বিভিন্ন স্থানে যতায়াতের ও ব্যবসা বাণিজ্য সুবিধা হয়। ফলে শায়েস্তাগঞ্জ, নিজামপুর, নুরপুরসহ অন্যান্য ইউনিয়নের লোকজনের লস্করপুর ইউনিয়নে যাতায়াত বেশি। সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দারা নিত্য প্রয়োজনে শায়েস্তগঞ্জে চরহামুয়া এলাকায় খোয়াই নদীর খেয়াঘাট পার হতে হয়। বর্তমানে বিদ্যমান বাঁশের সাঁকো দিয়ে শুধু খরা মৌসুমে মানুষ যাতায়াত করতে পারে। কিন্তু বর্ষা মৌসুমে খেয়া পারাপারের জন্য এ ঘাটের উভয় পারের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের জনসাধারণকে নৌকায় পারাপারের আশায় অসহায়ের মতো বসে থাকতে দেখা যায়। তাছাড়া ভরা বন্যায় নৌকাডুবির আশংকায় অনেক ছাত্র ছাত্রীই স্কুল-কলেজ, মাদরাসায় যাওয়া থেকে বিরত থাকে। অনেক সময় যাতায়াতের অসুবিধার কারণে মুমূর্ষু রোগী হাসপাতালে স্থানান্তরের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। চরহামুয়া খোয়াই নদীর সেতুটি নির্মাণ হলে, গোপায়া ইউনিয়নে ধুলিয়াখাল ব্রিজ ও শায়েস্তাগঞ্জ পুরানবাজার ব্রিজ পরাপার থেকে রক্ষা পাবে। প্রায় ২-৩ কিলোমিটার পথ হ্রাস পাবে। এ সেতুটি কবে নাগাদ নির্মাণ হবে লস্করপুর ইউনিয়নবাসী সে আশায় বছর বছর ধরে অপেক্ষার প্রহর গুনছে। এ অপেক্ষা যেন শেষ হয় না।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D