২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০
স্বপন দেব নিজস্ব প্রতিবেদক :: লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিভিন্ন বন থেকে চুরি হচ্ছে মূল্যবান গাছ। রাতের আঁধারে কেটে নেয়া হয় বনের এসব মূল্যবান গাছ। বনের মধ্যে পরে আছে এসব গাছের গোড়া। ফলে হুমকির মুখে পড়েছে লাউয়াছড়া উদ্যানের জীববৈচিত্র্য। লাউয়াছড়া বনের ু’টি টিলা ঘুরে এচিত্র খো গেছে।
সরেজমিন দেখা যায়, লাউয়াছড়া উদ্যানের বাঘমারা ক্যাম্পের সম্মুখে ও মুজিবের উঠনি টিলায় গত কয়েকদিনে কেটে নেয়া হয়েছে চারটি মূল্যবান গাছ। বাঘমারা ক্যাম্পের সম্মুখের টিলায় ু’টি চিকরাশি ও একটি মেহগনি এবং মুজিবের উঠনি টিলায় কেটে নেয়া একটি চিকরাশির গাছের গোড়া পড়ে থাকতে খো যায়। কয়েকদিন পূর্বে এসব গাছ কেটে নেয়া হয়। স্থানীয় একটি প্রভাবশালী মহল ীর্ঘ নি ধরে গভীর রাতে বনের ভেতর থেকে বড় বড় এসব গাছ কেটে পাচার করছে। কেটে নেয়া এসব গাছের খন্ডাংশ পিকআপ ও ঠেলাগাড়ি যোগে পাচার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন লোক জানান, ু’একনি পর পরই গভীর রাতে এভাবে লাউয়াছড়া বনের বিভিন্ন টিলা থেকে গাছ কেটে নেয়া হয়। একটি প্রভাবশালী মহল সংঘবদ্ধ চক্রের মাধ্যমে গাছ কেটে নেয়। ফলে এই উদ্যানটিতে পুরনো প্রাকৃতিক গাছগুলো ক্রমাম্বয়ে বিলীন হয়ে যাচ্ছে। বন ফাঁকা হওয়ায় হুমকির মুখে পড়ছে জাতীয় উদ্যানের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য।
লাউয়াছড়া উদ্যানটি বিরল প্রজাতির প্রাণির সংমিশ্রণে জাতীয় পর্যায়ে গুরুত্ব বহন করলেও এ বনের গাছ উজাড় হওয়ার কারণে অস্থিত্ব সংকটে পড়েছে বন। বনের অবক্ষয়, খাবার ও বাসস্থান সংকটে অতিষ্ঠ প্রাণিক‚ল। পূর্বের মতো দিনের বেলা এখন আর বনে অন্ধকার দেখা যায় না। এতে একদিকে প্রাণির আবাসস্থল বিলুপ্ত হচ্ছে অন্যদিকে খাবার সংকটে পড়ছে বন্যপ্রাণি। তবে গাছ পাচার বিষয়ে বাঘমারা বনক্যাম্পের প্রহরী মো. মোতাহের বলেন, আসলে গাছটি ঝড়ে পড়তে পারে। তাছাড়া কয়েকবছর পূর্বেও যেহারে গাছ চুরি হতো এখন মোটেও গাছ চুরি হচ্ছে না। গাছ চুরি রোধে আমরা কঠোর অবস্থানে আছি।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, এখানে একটি গাছ ঝড়ের কারণে পড়ে যায়। তাছাড়া আর কোন গাছ চুরি হওয়ার কথা নয়।
এব্যপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, গাছ চুরি হওয়ার মতো কোন সংবাদ পাননি। তবে এই ুই টিলা থেকে চারটি গাছ কেটে নেয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে খতিয়ে খো হবে। তিনি আরও বলেন, বৃহত্তর স্বার্থে লাউয়াছড়া বনের গাছগাছালি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এসব বিষয়ে সকলের সহযোগিতা দাবি করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D