লাক্কাতুরা চা বাগানে শহীদ মিনার: সংস্কার দেশ থিয়েটারের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

লাক্কাতুরা চা বাগানে শহীদ মিনার: সংস্কার দেশ থিয়েটারের ব্যতিক্রমী উদ্যোগ

দেশ থিয়েটারের উদ্যোগে সিলেট নগরীর লাক্কাতুরা চা বাগানে অবস্থিত শহীদ মিনার দীর্ঘদিন পরিত্যাক্ত থাকার পর অবশেষে সংস্কারে এগিয়ে আসলো দেশ থিয়েটারের নেতৃবৃন্দ।শহীদ মিনারটির পুনরায় সংস্কার কাজ শেষে গতকাল ২৫ নভেম্বর সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ থিয়েটারের সভাপতি কামাল আহমদ দুর্যয়ের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মোঃ মোহন ও শামীম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতুষ বর্মন রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদের সহ সভাপতি আফজাল হোসেন, মহানগর মুক্তিযোদ্ধা সহ কমান্ডার দিপঙ্কর চক্রবর্তী, ডেপুটি কমান্ডা আব্দুল মনাফ খান। উপস্থিত ছিলেন দেশ থিয়েটারের উপদেষ্টা সাংবাদিক আমির হোসেন সাগর, সাবেক মেম্বার নিরু, মুক্তিযোদ্ধা সন্তান ছিফত আলী ও একে আজাদ, বাগানের যুব সংগঠনের সভাপতি রাজু আহমদ প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ মিনার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে তারা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
অনুষ্ঠানে দেশ থিয়েটারের পক্ষ থেকে ‘বঙ্গবন্ধু’ নাটকটি পরিবেশন করা হয়। গান পরিবেশনায় ছিলেন কলকাকলী শিল্পি সংগঠন একাডেমি, নৃত্যু পরিবেশন করে জেডি বাংলা ডান্স একাডেমি, এস এম ডান্স গ্রুপ ও এবি ডান্স গ্রুপ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদদের স্মৃতি রক্ষার্থে বাংলাদেশের বিভিন্ন স্থানে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। যে সূর্য সন্তানরা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে, তাদের কাছে আমরা চিরঋণী। তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। দেশ থিয়েটারের অর্থায়নে পরিত্যাক্ত শহীদ মিনারটি সংস্কার করে দেওয়া নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। বিজ্ঞপ্তি