লাহোরে আবাসিক এলাকায় বিস্ফোরণ, নিহত ২

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১

লাহোরে আবাসিক এলাকায় বিস্ফোরণ, নিহত ২

নিউজ ডেক্স:

পাকিস্তানের লাহোরের একটি আবাসিক এলাকায় বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

বুধবার এ ঘটনা ঘটে।  খবর এনডিটিভির।

লাহোরের জোহার শহরের একটি হাসপাতালের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

পাঞ্জাবের চিফ মিনিস্টার উসমান বুঝদার পুলিশের আইজিকে এ ঘটনার তদন্ত দ্রুত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

SR

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল